ওমরাহ করতে ফ্যামিলি ভিসা পেতে বিদেশি নাগরিকদের জন্য পদক্ষেপ নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ফ্যামিলি ভ্রমণ ভিসা সৌদির একজন বাসিন্দার মাধ্যমে পাওয়া যেতে পারে। অবশ্যই তাঁকে সুবিধাভোগীর আত্মীয় হতে হবে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে আবেদনকারীকে সৌদি নাগরিক বা প্রবাসী হতে হবে। মন্ত্রণালয় এক্সে লিখেছে, ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল প্ল্যাটফর্ম Visa. Mofa. gov. sa-এর মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে ভিসাধারীকে মক্কার গ্র্যান্ড মসজিদে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে যে নুসুক বা তাওয়াক্কলানা সার্ভিসেস অ্যাপের মাধ্যমে একটি ওমরাহ অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে।
সৌদি আরব আশা করছে যে এক মাস আগে শুরু হওয়া এই কার্যক্রমে চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় ১০ মিলিয়ন মুসলমান ওমরাহ করবেন।
বর্তমানে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে দেশে আসার জন্য অনেক সুবিধা চালু করেছে।
ব্যক্তিগত, ভিজিট এবং ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ধরনের প্রবেশ ভিসাধারী মুসলমানদের ওমরাহ করতে এবং আল রাওদা আল শরিফা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়, যেখানে একটি ই বুকিং করার পরে মদিনায় নবীর মসজিদ যেখানে নবী মোহাম্মদ (সা.)-এর সমাধি অবস্থিত সেখানে যেতে পারবে।
সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ করেছে এবং ভিসাধারীদের যেকোনো স্থল, আকাশ এবং সমুদ্রের যেকোনো জায়গার মাধ্যমে রাজ্যে প্রবেশ করতে এবং যেকোনো বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে।
কর্তৃপক্ষ আরও বলেছে, উপসাগরীয় সহযোগী পরিষদের দেশগুলোতে বসবাসকারী প্রবাসীরা তাঁদের পেশা নির্বিশেষে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে এবং ওমরাহ পালন করতে পারবেন।
এই মাসের শুরুর দিকে সৌদি আরব ভিজিট ই-ভিসা সিস্টেমে আরও আটটি দেশ যুক্ত করেছে, তাদের নাগরিকদের ওমরাহ এবং পর্যটনের জন্য রাজ্যে আসার অনুমতি দিয়েছে, যার ফলে যেসব দেশের নাগরিকদের এই প্রবেশ পরিষেবাতে অনুমতি রয়েছে, তাদের মোট সংখ্যা ৫৭তে উন্নীত হলো।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শেনজেন, ইউএস এবং ইউকে ভিসাধারীরাও সৌদি আরবে আগমনের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ এবং আল রাওদা আল শরিফায় যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
ওমরাহ করতে ফ্যামিলি ভিসা পেতে বিদেশি নাগরিকদের জন্য পদক্ষেপ নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, ফ্যামিলি ভ্রমণ ভিসা সৌদির একজন বাসিন্দার মাধ্যমে পাওয়া যেতে পারে। অবশ্যই তাঁকে সুবিধাভোগীর আত্মীয় হতে হবে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে আবেদনকারীকে সৌদি নাগরিক বা প্রবাসী হতে হবে। মন্ত্রণালয় এক্সে লিখেছে, ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিফাইড ন্যাশনাল প্ল্যাটফর্ম Visa. Mofa. gov. sa-এর মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে ভিসাধারীকে মক্কার গ্র্যান্ড মসজিদে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে যে নুসুক বা তাওয়াক্কলানা সার্ভিসেস অ্যাপের মাধ্যমে একটি ওমরাহ অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়েছে।
সৌদি আরব আশা করছে যে এক মাস আগে শুরু হওয়া এই কার্যক্রমে চলতি মৌসুমে বিদেশ থেকে প্রায় ১০ মিলিয়ন মুসলমান ওমরাহ করবেন।
বর্তমানে সৌদি আরব বিদেশি মুসলমানদের ওমরাহ করতে দেশে আসার জন্য অনেক সুবিধা চালু করেছে।
ব্যক্তিগত, ভিজিট এবং ট্যুরিস্ট ভিসার মতো বিভিন্ন ধরনের প্রবেশ ভিসাধারী মুসলমানদের ওমরাহ করতে এবং আল রাওদা আল শরিফা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়, যেখানে একটি ই বুকিং করার পরে মদিনায় নবীর মসজিদ যেখানে নবী মোহাম্মদ (সা.)-এর সমাধি অবস্থিত সেখানে যেতে পারবে।
সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ করেছে এবং ভিসাধারীদের যেকোনো স্থল, আকাশ এবং সমুদ্রের যেকোনো জায়গার মাধ্যমে রাজ্যে প্রবেশ করতে এবং যেকোনো বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে।
কর্তৃপক্ষ আরও বলেছে, উপসাগরীয় সহযোগী পরিষদের দেশগুলোতে বসবাসকারী প্রবাসীরা তাঁদের পেশা নির্বিশেষে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে এবং ওমরাহ পালন করতে পারবেন।
এই মাসের শুরুর দিকে সৌদি আরব ভিজিট ই-ভিসা সিস্টেমে আরও আটটি দেশ যুক্ত করেছে, তাদের নাগরিকদের ওমরাহ এবং পর্যটনের জন্য রাজ্যে আসার অনুমতি দিয়েছে, যার ফলে যেসব দেশের নাগরিকদের এই প্রবেশ পরিষেবাতে অনুমতি রয়েছে, তাদের মোট সংখ্যা ৫৭তে উন্নীত হলো।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শেনজেন, ইউএস এবং ইউকে ভিসাধারীরাও সৌদি আরবে আগমনের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ এবং আল রাওদা আল শরিফায় যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া মঙ্গলগ্রহের সবচেয়ে বড় উল্কাপিণ্ড বা পাথরটির ওজন প্রায় ২৪.৭ কেজি। গত মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত নিলাম সংস্থা সথেবিজে ৪৩ লাখ ডলারে এটি বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ কোটি টাকারও বেশি।
২৩ মিনিট আগেভারতের হায়দরাবাদের বান্দলাগুডা থানা-পুলিশ একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রকে শনাক্ত করেছে। এই চক্রের ডেরা থেকে চারজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী বাংলাদেশি স্কুলছাত্রী রয়েছে। সে পাচারকারীদের হাত থেকে পালিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। এ ঘটনায় তিন পাচারকারীকে গ্রেপ্ত
৩ ঘণ্টা আগেসৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা-সম্পর্কিত আইন লঙ্ঘনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ২২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত (এক সপ্তাহে) অভিযান চালিয়ে মোট ২২ হাজার ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগেছবির এই মানুষটি সংবাদপত্রের হকার। শুনলে অবাক হবেন বর্তমানে তিনিই ফ্রান্সের সংবাদপত্রের শেষ ও একমাত্র হকার। গত ৫০ বছর ধরে রাজধানী প্যারিসের লেফট ব্যাংকে খবরের কাগজ বিক্রি করছেন আলী আকবর নামের এই হকার। এখনো খবরের কাগজ বগলদাবা করে দিনের তরতাজা শিরোনাম আওড়ে পত্রিকা বিক্রি করেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে পত্
৪ ঘণ্টা আগে