Ajker Patrika

অমুসলিমকে বিয়ের দেওয়ানি আইন আনল আরব আমিরাত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮: ২৩
Thumbnail image

দেওয়ানি আইনের অধীনে অমুসলিমকে বিয়ে, ডিভোর্স এবং সন্তানের যৌথ অভিভাবকত্বের অধিকার পেতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা। গতকাল রোববার এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিইএএম।

সংযুক্ত আরব আমিরাতে বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক বিষয়াদি ইসলামি শরিয়া আইনের ওপর ভিত্তি করে প্রণীত। 

পর্যবেক্ষকেরা মনে করছেন, আঞ্চলিক বাণিজ্য হাব হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা থেকে প্রচলিত আইনকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সংস্কার উদ্যোগের সর্বশেষ পদক্ষেপ এই বিবাহ আইন। 

বিয়ে নিয়ে নতুন ওই অধ্যাদেশ জারি করেছেন আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সংযুক্ত আরব আমিরাতের ৯টি আমিরাতের কেন্দ্রীয় প্রেসিডেন্ট। অধ্যাদেশে বলা হয়েছে, নতুন আইনে বিয়ে, ডিভোর্স, ভরণপোষণ, সন্তানের যৌথ অভিভাবকত্ব, অভিভাকত্বের প্রমাণ এবং উত্তরাধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। 

বার্তা সংস্থা ডব্লিউএএমের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং অবস্থান সুদৃঢ় করার উদ্যোগের অংশ হিসেবে নতুন আইন আনা হয়েছে। যেখানে আরব আমিরাত এখন বিশ্বের মেধাবী ও দক্ষ মানুষের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। 

অমুসলিমদের পারিবারিক বিষয়ে এমন দেওয়ানি আইন বিশ্বে এটিই প্রথম বলে উল্লেখ করেছে বার্তা সংস্থাটি। এ ধরনের মামলার বিচারের জন্য নতুন আদালতও স্থাপন করা হবে। আবুধাবিতে বসবে এই আদালত। আদালতের ভাষা হবে ইংরেজি ও আরবি।

গত বছর কেন্দ্রীয় পর্যায়ে কিছু আইনে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে নতুন আইনে বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক, মদ্যপান, তথাকথিত অনার কিলিংয়ের মামলায় প্রশ্রয় দেওয়ার সুযোগ বাতিলকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না।

বিদেশি বিনিয়োগ, পর্যটক এবং উৎপাদনশীল অভিবাসী আকর্ষণের উদ্দেশ্যেই উপসাগরীয় রাষ্ট্রটি এ ধরনের আইনি সংস্কার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত