Ajker Patrika

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০: ১৯
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম তীরে আল-আরুব ক্যাম্পে দখলদার বাহিনীর (ইসরায়েলি সামরিক বাহিনী) গুলিতে ১৮ বছর বয়সী উসামা আদাভি নিহত হয়েছেন। 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে উসামার পেটে আগুন ধরে গেলে তিনি মারা যান। 

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, শরণার্থীশিবিরের কাছে তাদের গাড়ি লক্ষ্য করে ফিলিস্তিনিরা ঢিল ছুড়েছিল। পরে তাদের তাড়া করতে গেলে সংঘর্ষ বাধে। 

এএফপির একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক বলেছেন, ইসরায়েলি বাহিনী পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনি যুবকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম তীরে একজন ইসরায়েলি সৈন্যকে গুলি করে হত্যা করার এক দিন পর ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ নিহত হলেন। 

ফিলিস্তিনের আরেক শরণার্থীশিবির শুয়াফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমে ধর্মঘট করেছে ফিলিস্তিনিরা। 

সম্প্রতি কয়েক মাস ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বছরের শুরুর দিকে ইসরায়েলিদের ওপর একের পর এক হামলার পর প্রায় প্রতিদিন অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত