গাজায় রাফা সীমান্ত দিয়ে গত রোববার ও সোমবার ১১৮টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৫৬৯টি ট্রাক প্রবেশ করেছে।
রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গত রোববার মিসরের রেড ক্রিসেন্ট টিম মানবিক সহায়তাপূর্ণ ২৫ ট্রাক ত্রাণ ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠায়।’ পরে আরেক বিবৃতিতে বলা হয়, গত সোমবার তাঁরা রাফা ক্রসিং দিয়ে মোট ৯৩টি ট্রাক ত্রাণ পেয়েছেন।
ট্রাকগুলোতে খাবার, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল। তবে এখনো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৬৯ ট্রাক গাজায় পৌঁছেছে, যা দৈনিক প্রায় ৩৩ ট্রাকের সমান।’
গত ২১ অক্টোবর গাজায় প্রথম ত্রাণ সহায়তা হিসেবে ২০ ট্রাক পৌঁছায়, এগুলোতে মূলত ওষুধ ও খাবার ছিল।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূ-খণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।
গাজায় রাফা সীমান্ত দিয়ে গত রোববার ও সোমবার ১১৮টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৫৬৯টি ট্রাক প্রবেশ করেছে।
রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গত রোববার মিসরের রেড ক্রিসেন্ট টিম মানবিক সহায়তাপূর্ণ ২৫ ট্রাক ত্রাণ ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠায়।’ পরে আরেক বিবৃতিতে বলা হয়, গত সোমবার তাঁরা রাফা ক্রসিং দিয়ে মোট ৯৩টি ট্রাক ত্রাণ পেয়েছেন।
ট্রাকগুলোতে খাবার, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল। তবে এখনো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৬৯ ট্রাক গাজায় পৌঁছেছে, যা দৈনিক প্রায় ৩৩ ট্রাকের সমান।’
গত ২১ অক্টোবর গাজায় প্রথম ত্রাণ সহায়তা হিসেবে ২০ ট্রাক পৌঁছায়, এগুলোতে মূলত ওষুধ ও খাবার ছিল।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূ-খণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।
আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৩ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
৫ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
৫ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
৭ ঘণ্টা আগে