গাজায় রাফা সীমান্ত দিয়ে গত রোববার ও সোমবার ১১৮টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৫৬৯টি ট্রাক প্রবেশ করেছে।
রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গত রোববার মিসরের রেড ক্রিসেন্ট টিম মানবিক সহায়তাপূর্ণ ২৫ ট্রাক ত্রাণ ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠায়।’ পরে আরেক বিবৃতিতে বলা হয়, গত সোমবার তাঁরা রাফা ক্রসিং দিয়ে মোট ৯৩টি ট্রাক ত্রাণ পেয়েছেন।
ট্রাকগুলোতে খাবার, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল। তবে এখনো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৬৯ ট্রাক গাজায় পৌঁছেছে, যা দৈনিক প্রায় ৩৩ ট্রাকের সমান।’
গত ২১ অক্টোবর গাজায় প্রথম ত্রাণ সহায়তা হিসেবে ২০ ট্রাক পৌঁছায়, এগুলোতে মূলত ওষুধ ও খাবার ছিল।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূ-খণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।
গাজায় রাফা সীমান্ত দিয়ে গত রোববার ও সোমবার ১১৮টি ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। গত ২১ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় মোট ৫৬৯টি ট্রাক প্রবেশ করেছে।
রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘গত রোববার মিসরের রেড ক্রিসেন্ট টিম মানবিক সহায়তাপূর্ণ ২৫ ট্রাক ত্রাণ ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠায়।’ পরে আরেক বিবৃতিতে বলা হয়, গত সোমবার তাঁরা রাফা ক্রসিং দিয়ে মোট ৯৩টি ট্রাক ত্রাণ পেয়েছেন।
ট্রাকগুলোতে খাবার, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ ছিল। তবে এখনো জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ৫৬৯ ট্রাক গাজায় পৌঁছেছে, যা দৈনিক প্রায় ৩৩ ট্রাকের সমান।’
গত ২১ অক্টোবর গাজায় প্রথম ত্রাণ সহায়তা হিসেবে ২০ ট্রাক পৌঁছায়, এগুলোতে মূলত ওষুধ ও খাবার ছিল।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূ-খণ্ডে অতর্কিত হামলা চালানোর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। সেই অভিযান এখনো চলছে।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৩৪ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে