দুই সপ্তাহব্যাপী অভিযানের পর আজ সোমবার গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পেছনে ফেলে গেছে ধ্বংসপ্রাপ্ত ভবন। ফিলিস্তিনিদের মৃতদেহ পড়ে আছে ময়লার মধ্যে। ধ্বংসস্তূপ ছাড়া আল শিফা হাসপাতালে আর কিছুই অবশিষ্ট নেই। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি আগ্রাসনের আগে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল শিফা। আইডিএফ চলে যাওয়ার পর সেখানে আশ্রয় নেওয়া শত শত মানুষ হাসপাতালের অবস্থা পরীক্ষা এবং জিনিসপত্রের সন্ধান করতে সেখানে ফিরে আসেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হাসপাতাল এলাকায় শত শত হামাস জঙ্গিকে হত্যা এবং আটক করেছে। তাদের অস্ত্র ও গোয়েন্দা নথি জব্দ করেছে। এই যুদ্ধে দুই সৈন্যকে হারিয়েছে আইডিএফ। কিন্তু বেসামরিক, রোগী এবং চিকিৎসকদের যাতে ক্ষতি না হয় সেদিকেও তারা খেয়াল রেখেছিল।
অন্যদিকে, হামাস এবং চিকিৎসকেরা হাসপাতালে ফিলিস্তিনিদের সশস্ত্র উপস্থিতির কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস বলেছে যে, ইসরায়েলি বাহিনী আল শিফার আশপাশে প্রায় ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে—যার মধ্যে একজন মহিলা ডাক্তার, তার ছেলে এবং একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসা সুবিধা বন্ধ হয়ে গেছে। তাদের এই অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজার মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘দখলকারীরা আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতর সমস্ত ভবন ধ্বংস করেছে ও পুড়িয়ে দিয়েছে। তারা আঙিনাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কয়েক ডজন শহীদের লাশ ধ্বংসস্তূপে দাফন করে জায়গাটিকে গণকবরে পরিণত করেছে। এটি মানবতাবিরোধী অপরাধ।’
গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন যে, ইসরায়েলি বাহিনী দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের লাশ হাসপাতাল কমপ্লেক্সে হাতকড়া পরা অবস্থায় পাওয়া গেছে। ইসরায়েলিরা বুলডোজার ব্যবহার করে কমপ্লেক্সের মাঠ খুঁড়ে মৃতদেহ বের করেছে।
সামাজিক প্ল্যাটফর্মগুলোর ফুটেজে নোংরা কম্বলে আবৃত বেশ কয়েকটি মরদেহ দেখা গেছে। হাসপাতালটি বেশ কিছু দেয়ালও ভেঙে পড়েছে।
আল শিফা হাসপাতালে যাওয়া ৪৩ বছর বয়সী সামির বাসেল রয়টার্সকে বলেন, ‘এখানে আসার পর থেকে আমি কান্না থামাতে পারিনি। এখানে দখলদাররা ভয়ংকর গণহত্যা সংঘটিত করেছে। স্থানটি ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জায়গাটি পুনর্নির্মাণ করা দরকার। সেখানে আর শিফা হাসপাতাল নেই।’
দুই সপ্তাহব্যাপী অভিযানের পর আজ সোমবার গাজা উপত্যকার আল শিফা হাসপাতাল ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পেছনে ফেলে গেছে ধ্বংসপ্রাপ্ত ভবন। ফিলিস্তিনিদের মৃতদেহ পড়ে আছে ময়লার মধ্যে। ধ্বংসস্তূপ ছাড়া আল শিফা হাসপাতালে আর কিছুই অবশিষ্ট নেই। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি আগ্রাসনের আগে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল শিফা। আইডিএফ চলে যাওয়ার পর সেখানে আশ্রয় নেওয়া শত শত মানুষ হাসপাতালের অবস্থা পরীক্ষা এবং জিনিসপত্রের সন্ধান করতে সেখানে ফিরে আসেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হাসপাতাল এলাকায় শত শত হামাস জঙ্গিকে হত্যা এবং আটক করেছে। তাদের অস্ত্র ও গোয়েন্দা নথি জব্দ করেছে। এই যুদ্ধে দুই সৈন্যকে হারিয়েছে আইডিএফ। কিন্তু বেসামরিক, রোগী এবং চিকিৎসকদের যাতে ক্ষতি না হয় সেদিকেও তারা খেয়াল রেখেছিল।
অন্যদিকে, হামাস এবং চিকিৎসকেরা হাসপাতালে ফিলিস্তিনিদের সশস্ত্র উপস্থিতির কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিস বলেছে যে, ইসরায়েলি বাহিনী আল শিফার আশপাশে প্রায় ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে—যার মধ্যে একজন মহিলা ডাক্তার, তার ছেলে এবং একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে চিকিৎসা সুবিধা বন্ধ হয়ে গেছে। তাদের এই অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজার মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘দখলকারীরা আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতর সমস্ত ভবন ধ্বংস করেছে ও পুড়িয়ে দিয়েছে। তারা আঙিনাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কয়েক ডজন শহীদের লাশ ধ্বংসস্তূপে দাফন করে জায়গাটিকে গণকবরে পরিণত করেছে। এটি মানবতাবিরোধী অপরাধ।’
গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন যে, ইসরায়েলি বাহিনী দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের লাশ হাসপাতাল কমপ্লেক্সে হাতকড়া পরা অবস্থায় পাওয়া গেছে। ইসরায়েলিরা বুলডোজার ব্যবহার করে কমপ্লেক্সের মাঠ খুঁড়ে মৃতদেহ বের করেছে।
সামাজিক প্ল্যাটফর্মগুলোর ফুটেজে নোংরা কম্বলে আবৃত বেশ কয়েকটি মরদেহ দেখা গেছে। হাসপাতালটি বেশ কিছু দেয়ালও ভেঙে পড়েছে।
আল শিফা হাসপাতালে যাওয়া ৪৩ বছর বয়সী সামির বাসেল রয়টার্সকে বলেন, ‘এখানে আসার পর থেকে আমি কান্না থামাতে পারিনি। এখানে দখলদাররা ভয়ংকর গণহত্যা সংঘটিত করেছে। স্থানটি ধ্বংস হয়ে গেছে। ভবনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জায়গাটি পুনর্নির্মাণ করা দরকার। সেখানে আর শিফা হাসপাতাল নেই।’
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
১১ ঘণ্টা আগে