Ajker Patrika

যুদ্ধপরবর্তী গাজায় নির্দলীয়-নিরপেক্ষ ফিলিস্তিনি সরকার চায় হামাস

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০: ৩০
Thumbnail image

যুদ্ধবিরতি-পরবর্তী সময়ে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা ও পশ্চিম তীর শাসনের জন্য একটি নির্দলীয় ও নিরপেক্ষ স্বাধীন সরকার চায় হামাস। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস এই পরামর্শ দিয়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর একজন জ্যেষ্ঠ নেতা গতকাল শুক্রবার এ কথা বলেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ থেকে এ তথ্য জানা গেছে। 

হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য হোসসাম বাদরান এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রস্তাব করেছি যে, একটি নির্দলীয় জাতীয় সরকার যুদ্ধ-পরবর্তী গাজা ও পশ্চিম তীর পরিচালনা করবে।’ হোসসাম মূলত কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি প্রসঙ্গে এই বিবৃতি দেন। 

বাদরান বিবৃতিতে বলেন, ‘যুদ্ধের পর গাজার প্রশাসনের বিষয়টি হবে ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা গাজা যুদ্ধের পরদিন এই অঞ্চলের বিষয়ে কোনো বহিরাগত পক্ষের সঙ্গে আলোচনা করব না। এ ক্ষেত্রে কোনো বাহ্যিক হস্তক্ষেপ মানা হবে না।’ 

বাদরানের এই মন্তব্য এমন এক সময়ে এল, যার কিছুদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মিসর-গাজা সীমান্তের ফিলাডেলফিয়া করিডরে ইসরায়েলের সশস্ত্র উপস্থিতি বজায় থাকবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান হামাসের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। হামাস চায়, যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ার পর গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো উপস্থিতি থাকবে না। 

হামাসের আরেক নেতা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিরপেক্ষ সরকারের বিষয়টি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সেই নেতা জানিয়েছেন, এই নিরপেক্ষ ও নির্দলীয় সরকার যুদ্ধের পর প্রাথমিক পর্যায়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের বিষয়গুলো পরিচালনা করবে এবং অঞ্চল দুটিতে সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। 

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৯ মাসের বেশি সময় পর যুদ্ধবিরতির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে আরেক দফা বাদ সেধেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, গাজায় যুদ্ধবিরতি চলাকালে উত্তর গাজায় কোনো সশস্ত্র ফিলিস্তিনি অবস্থান করতে পারবে না। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুসারে, একটি ইসরায়েলি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি জানিয়েছে। মূলত হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যেন এই অঞ্চলে উপস্থিতি বজায় রাখতে না পারে, তা নিশ্চিত করতেই এই দাবি করেছেন নেতানিয়াহু। 

সূত্রটি জানিয়েছে, ইসরায়েল আগে যুদ্ধবিরতিকালে গাজায় বিশেষ করে উত্তর গাজায় সশস্ত্র ফিলিস্তিনিদের চলাফেরার ব্যাপারে সম্মত হলেও এবার এতে বাদ সেধেছেন নেতানিয়াহু ওরফে বিবি। সূত্রটি জানিয়েছে, চলতি সপ্তাহেই নেতানিয়াহু যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া ইসরায়েলি প্রতিনিধিদলকে এই দাবি উত্থাপন করার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত