লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম আকিল। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৬ জন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যুদ্ধবিমান স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলের দিকে বৈরুতের উপকণ্ঠের ওই শহরতলিতে হামলা চালায়। এতেই নিহত হন ইব্রাহিম আকিল। হিজবুল্লাহও তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, এই হামলার ফলে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বেড়ে গেল।
ইসরায়েল দাবি করেছে, তারা ইব্রাহিম আকিলের অবস্থান নিশ্চিত হয়েই হামলা চালিয়েছে। ইব্রাহিম আকিল হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের একজন। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আরব নিউজকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইব্রাহিম আকিল ছাড়াও হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান’ ইউনিটের বেশ কয়েকজন সদস্য মারা গেছেন।
সূত্রটি জানিয়েছে, হামলার আগে আল-জামাউস এলাকায়র অবস্থিত একটি ১০ তলা ভবনে ইব্রাহিম আকিল ও রাদওয়ান ইউনিটের অন্যরা বৈঠক করছিলেন। ঠিক সে সময়ই হামলা হয়। সূত্র জানিয়েছে, এই হামলায় মোট ১৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। এ ছাড়া, হামলার পর অনেকেই নিখোঁজ রয়েছে।
আরব নিউজ আরও কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভবনটির আন্ডারগ্রাউন্ডে বৈঠক করছিলেন আকিল ও তাঁর সহযোগীরা। ইসরায়েলি হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধারকারীরা বৈঠকস্থলে যেতে পারছেন না। ফলে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।
ইসরায়েলি গণমাধ্যমগুলো আকিলকে হিজবুল্লাহর অন্যতম প্রখ্যাত যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছে বলেছে, তাঁর নির্দেশেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিল গোষ্ঠীটি। এর আগে, ১৯৮৩ সালে ইব্রাহিম আকিল লেবাননের বৈরুতে মার্কিন মেরিন সেনাদের একটি ব্যারাক ও মার্কিন দূতাবাসে বোমা হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইব্রাহিম আকিলকে দায়ী করে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং ঘোষণা দেয়, কেউ তাঁকে ধরিয়ে দিতে পারলে তাঁকে ৭০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম আকিল। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৬ জন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যুদ্ধবিমান স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলের দিকে বৈরুতের উপকণ্ঠের ওই শহরতলিতে হামলা চালায়। এতেই নিহত হন ইব্রাহিম আকিল। হিজবুল্লাহও তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, এই হামলার ফলে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বেড়ে গেল।
ইসরায়েল দাবি করেছে, তারা ইব্রাহিম আকিলের অবস্থান নিশ্চিত হয়েই হামলা চালিয়েছে। ইব্রাহিম আকিল হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের একজন। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আরব নিউজকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইব্রাহিম আকিল ছাড়াও হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান’ ইউনিটের বেশ কয়েকজন সদস্য মারা গেছেন।
সূত্রটি জানিয়েছে, হামলার আগে আল-জামাউস এলাকায়র অবস্থিত একটি ১০ তলা ভবনে ইব্রাহিম আকিল ও রাদওয়ান ইউনিটের অন্যরা বৈঠক করছিলেন। ঠিক সে সময়ই হামলা হয়। সূত্র জানিয়েছে, এই হামলায় মোট ১৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। এ ছাড়া, হামলার পর অনেকেই নিখোঁজ রয়েছে।
আরব নিউজ আরও কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভবনটির আন্ডারগ্রাউন্ডে বৈঠক করছিলেন আকিল ও তাঁর সহযোগীরা। ইসরায়েলি হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধারকারীরা বৈঠকস্থলে যেতে পারছেন না। ফলে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।
ইসরায়েলি গণমাধ্যমগুলো আকিলকে হিজবুল্লাহর অন্যতম প্রখ্যাত যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছে বলেছে, তাঁর নির্দেশেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিল গোষ্ঠীটি। এর আগে, ১৯৮৩ সালে ইব্রাহিম আকিল লেবাননের বৈরুতে মার্কিন মেরিন সেনাদের একটি ব্যারাক ও মার্কিন দূতাবাসে বোমা হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইব্রাহিম আকিলকে দায়ী করে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং ঘোষণা দেয়, কেউ তাঁকে ধরিয়ে দিতে পারলে তাঁকে ৭০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
১ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
২ ঘণ্টা আগেএক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
২ ঘণ্টা আগে