Ajker Patrika

নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিন নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০: ৩১
নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিন নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ 

ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে তাঁকে হত্যা করার কথা জানিয়েছিল ইসরায়েল। এবার হিজবুল্লাহর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হলো।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ গতকাল বুধবার এক বিবৃতিতে সাফিউদ্দিনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে সাফিউদ্দিনকে ‘মহান নেতা’ ও ‘মহান শহীদ’ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সাফিউদ্দিন ‘সম্মানজনক জীবন’ কাটিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকও প্রকাশ করেছে হিজবুল্লাহ।

এর আগে গত মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে তারা সাফিউদ্দিনকে হত্যা করে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, সাফিউদ্দিন অনেক বছর ধরে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ হামলা চালিয়ে আসছিলেন। তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ ছিলেন। 

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিউদ্দিনকে বিবেচনা করা হচ্ছিল। ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর হিজবুল্লাহর কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, সাফিউদ্দিনের সঙ্গে তাঁরা যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন। এখন সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলো। 

উল্লেখ্য, ২০১৭ সালে হাশেম সাফিউদ্দিনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। 

এদিকে, হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী—লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং একটি সৈন্য বহনকারী গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলা করার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত