Ajker Patrika

ইসরায়েলি হামলায় নিহত ইরানের ৪ সেনা

অনলাইন ডেস্ক    
Thumbnail image
ইসরায়েলি হামলায় নিহত ইরানের চার সেনা। ছবি: তাসনিম নিউজ

ইরানে ইসরায়েলি হামলায় অন্তত চারজন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরের আগে ইসরায়েলের শতাধিক যুদ্ধবিমান ইরানের তিনটি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতেই ওই চার সেনা নিহত হন। এর আগে, শনিবার দুপুরের দিকে ইরান জানিয়েছিল, ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে—গতকাল রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত সেনার সংখ্যা দুই থেকে বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরান ক্ষেপণাস্ত্র হামলার ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে।

ইরানের সশস্ত্রবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলায় নিহতের সংখ্যা দুজন থেকে বেড়ে চারজন হয়েছে এবং তাঁরা সবাই সেনাসদস্য। তবে তাঁরা কোন এলাকায় নিহত হয়েছেন বা তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ইরানি সশস্ত্রবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল এই হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলোতে খুবই হালকা ওজনের ‘ওয়ারহেড’ ছিল, যা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজনের তুলনায় প্রায় পাঁচ ভাগের একভাগ ছোট। জাতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার কারণে খুবই সীমিত ক্ষতি হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হলেও কিছু তা দ্রুতই মেরামত করা হয়েছে এবং বাকিগুলো এখনো মেরামতের প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েলি হামলাকে ‘অবৈধ ও অন্যায়’ বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই শনাক্ত করে বাধা দেওয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়। জবাবে তেহরান ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর, ইসরায়েলও জবাবে ইরানে হামলা চালায়। তবে ইরান দাবি করেছিল, তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল।

সর্বশেষ, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি ১৮০ টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই ইসরায়েল ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালাল আজ শনিবার।

আইডিএফ ইরানে হামলা চালানোর বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘ইরান ও এর আঞ্চলিক দোসররা গত বছরের অক্টোবরের ৭ তারিখ থেকে ভিন্ন সাতটি ফ্রন্ট থেকে ইসরায়েলের ওপর নিরলস আক্রমণ চালাচ্ছে। এমনকি ইরানের মাটি থেকেও সরাসরি আক্রমণও করা হয়েছিল ইসরায়েলে। বিশ্বের অন্যান্য সার্বভৌম দেশের মতো ইসরায়েল রাষ্ট্রেরও নিজেকে এবং নিজ জনগণকে রক্ষার অধিকার এবং দায়িত্ব আছে।’

বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয়। ইসরায়েল রাষ্ট্র ও ইসরায়েলের জনগণকে রক্ষা করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’

ইরানে হামলা সম্পন্ন হয়েছে জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, আইডিএফ ইরানের ভূখণ্ডের কৌশলগত স্থাপনার ওপর হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের (যুদ্ধ) বিমান নিরাপদে দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা পরিচালনা করা হয়েছে। পাল্টা হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মিশন সফল।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত