Ajker Patrika

আহত ফিলিস্তিনির জন্য অ্যাম্বুলেন্স চাইলে গাড়ির সঙ্গে বাঁধল ইসরায়েলিরা

অনলাইন ডেস্ক
Thumbnail image

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় আহত এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে গিয়ে প্রোটোকল লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। ঘটনাটি স্বীকারও করেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আহত ফিলিস্তিনিকে জিপ গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করে ঘটনাটি নিশ্চিত করেছে আইডিএফ। এক বিবৃতিতে তারা বলেছে, অভিযানের সময় গুলি বিনিময়ে ওই ব্যক্তি আহত হন। তাকে সশস্ত্র বলে সন্দেহ করা হয়েছিল।

আহত ব্যক্তির পরিবার বলেছে, তারা যখন অ্যাম্বুলেন্স খুঁজছিলেন তখনই ইসরায়েলি সেনাবাহিনী আহত ব্যক্তিকে ধরে নিয়ে যায়। তারপর জিপের বনেটের সঙ্গে বেঁধে গাড়ি চালানো শুরু করে।

ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য রেড ক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত ওই ব্যক্তি স্থানীয়। তার নাম মুজাহেদ আজমি।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, শনিবার সকালে ওয়াদি বুরকিন এলাকায় ওয়ান্টেড সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময়, সন্ত্রাসীরা আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। আইডিএফও পাল্টা গুলি ছুড়ে জবাব দেয়। বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজনদের মধ্যে একজন আহত হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে আইডিএফ আরও বলেছে, নিয়ম লঙ্ঘন করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির ওপরে বেঁধে রাখা হয়েছিল। ঘটনার ভিডিওতে সেনাবাহিনীর যে আচরণ দেখা গেছে তা আইডিএফের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ঘটনাটি তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। একই সঙ্গে পশ্চিম তীরেও চলছে আইডিএফের ধ্বংসযজ্ঞ।

জাতিসংঘ বলছে, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে সংঘাতে সশস্ত্র গোষ্ঠীর সদস্য, আক্রমণকারী এবং বেসামরিক লোক মিলিয়ে অন্তত ৪৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে ছয়জন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ দশজন ইসরায়েলিও নিহত হয়েছেন।

গাজায় গত আট মাসের অভিযানে নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত