অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে আবারও অস্ত্রের ব্যবসা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রধান দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্য়প্রাচ্য় সফরের পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে। যদিও ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কিন্তু নিজের সেই হুঁশিয়ারিতে অটল থাকলেন না তিনি।
এদিকে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) কাছেও অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, দুটি দেশের কাছে সব মিলিয়ে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৩০০ কোটি ডলারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের রেথিওন টেকনোলজি এই অস্ত্র সরবরাহ করবে।
একই সঙ্গে ইউএই–এর কাছে টার্মিনাল হাই অলটিট্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও বিক্রি করা হবে। প্রায় ২২৫ কোটি ডলারের বিনিময়ে এটি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
জ্বালানি তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত ৪০ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। সৌদি আরব থেকে আরও তেল কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছে দেশটি। এ লক্ষ্যে সৌদি সফরের সময়, দেশটির নেতৃবৃন্দকে তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিলেন বাইডেন।
মধ্যপ্রাচ্যে আবারও অস্ত্রের ব্যবসা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রধান দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্য়প্রাচ্য় সফরের পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে। যদিও ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কিন্তু নিজের সেই হুঁশিয়ারিতে অটল থাকলেন না তিনি।
এদিকে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) কাছেও অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, দুটি দেশের কাছে সব মিলিয়ে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৩০০ কোটি ডলারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের রেথিওন টেকনোলজি এই অস্ত্র সরবরাহ করবে।
একই সঙ্গে ইউএই–এর কাছে টার্মিনাল হাই অলটিট্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও বিক্রি করা হবে। প্রায় ২২৫ কোটি ডলারের বিনিময়ে এটি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
জ্বালানি তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত ৪০ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। সৌদি আরব থেকে আরও তেল কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছে দেশটি। এ লক্ষ্যে সৌদি সফরের সময়, দেশটির নেতৃবৃন্দকে তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিলেন বাইডেন।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
৮ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি...
১৫ মিনিট আগেভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি...
২৯ মিনিট আগেব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে। টিউলিপের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এনসিএ-এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে গোপনে বৈঠকের জন্য ঢাকা সফর করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি
১ ঘণ্টা আগে