Ajker Patrika

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট : ২৮ জুন ২০২৩, ১২: ৫৭
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চরম ডানপন্থী ইসরায়েলি সরকার ফিলিস্তিনের পশ্চিম তীরে ৫ হাজার ৭০০ নতুন বসতি স্থাপনের পরিককল্পনা করায় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ইহুদিদের নতুন বসতি স্থাপনে মার্কিন প্রশাসনের বিরোধিতার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

মার্কিন সরকারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের এই পরিকল্পনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে চার নতুন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। বসত গাড়া নতুন ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের এমন সহিংসতা দিনে দিনে বাড়ছে।

গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোট পশ্চিম তীরে ইসরায়েলিদের উপস্থিতি বাড়ানোর অঙ্গীকার করেছে।

ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গ্রুপ ‘পিস নাউ’-এর মতে, গত ছয় মাসে এই অঞ্চলে ১৩ হাজারেরও বেশি বসতি স্থাপন করা হয়েছে, যা গত বছরের পুরো সময়ের তুলনায় তিন গুণ।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সরকার পশ্চিম তীর সম্পূর্ণভাবে দখলের পরিকল্পনা করছে। আমাদের দ্রুত সেখানে বসতি স্থাপন করতে বাধ্য করছে।’

বিশ্বের বেশির ভাগ দেশ ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর সিনাই অঞ্চল দখল ও বসতি নির্মাণের নিন্দা জানিয়ে আসছে। আন্তর্জাতিক আইনেও এটি অবৈধ। তবে বরাবরই তা অস্বীকার করে আসছে ইসরায়েল।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র পশ্চিম তীরে বসতি স্থাপন সম্প্রসারণের নিন্দা করে বলেছেন, এটি দুই রাষ্ট্র সমাধানের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষুণ্ন করে, উত্তেজনা বাড়ায় এবং দুই পক্ষের মধ্যে আস্থাহীনতা তৈরি করে।

গত সপ্তাহে ফিলিস্তিনিদের গুলিতে চার ইসরায়েলি নিহতের পর ইসরায়েলি সরকার ‘এলি’ এলাকায় নতুন করে আরও ১ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, বন্দুকধারীরা তাদের সদস্য।

সেই হামলার পর নতুন বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায়। বাড়িঘরে আগুন দেয় এবং এক ফিলিস্তিনিকে হথ্যা করে। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ ও শিন বেট নিরাপত্তা পরিষেবার প্রধানেরা আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে একটি অস্বাভাবিক যৌথ বিবৃতি দেয়। এই পদক্ষেপ ইসরায়েলি শাসক জোটের ডানপন্থী সদস্যদের মধ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত