মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত জেরুসালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। গতকাল শুক্রবার ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
শুক্রবার ভোর থেকেই আল-আকসা মসজিদে কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। এতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে শেষ জুমার (জুমাতুল বিদা) নামাজ পড়তে পারেনি অনেক মুসল্লি।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজির হয়েছিল হাজার হাজার মুসল্লি। বেশ কয়েকজন তখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এর মধ্যে কিছু স্লোগান ছিল উসকানিমূলক। কয়েকজন তখন ইসরায়েলি পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণের বাইরে ১৬ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের মুসল্লিরা বলেছেন যে, গত ৭ অক্টোবর গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসায় তাদের প্রবেশাধিকারে বাধা দিচ্ছে।
এদিকে, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) শুক্রবার আল-আকসা মসজিদে হাজার হাজার মানুষকে প্রবেশে বাধা দেওয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র নিন্দা করেছে।
মসজিদ আঙিনায় মুসল্লিদের ওপর বিষাক্ত-গ্যাস বোমা এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েলি পুলিশের এই কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে ওআইসি।
মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত জেরুসালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। গতকাল শুক্রবার ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
শুক্রবার ভোর থেকেই আল-আকসা মসজিদে কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। এতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে শেষ জুমার (জুমাতুল বিদা) নামাজ পড়তে পারেনি অনেক মুসল্লি।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজির হয়েছিল হাজার হাজার মুসল্লি। বেশ কয়েকজন তখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এর মধ্যে কিছু স্লোগান ছিল উসকানিমূলক। কয়েকজন তখন ইসরায়েলি পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণের বাইরে ১৬ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের মুসল্লিরা বলেছেন যে, গত ৭ অক্টোবর গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসায় তাদের প্রবেশাধিকারে বাধা দিচ্ছে।
এদিকে, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) শুক্রবার আল-আকসা মসজিদে হাজার হাজার মানুষকে প্রবেশে বাধা দেওয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র নিন্দা করেছে।
মসজিদ আঙিনায় মুসল্লিদের ওপর বিষাক্ত-গ্যাস বোমা এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েলি পুলিশের এই কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে ওআইসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
২ ঘণ্টা আগেনয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৩ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৩ ঘণ্টা আগে