হজযাত্রী ও দর্শনার্থীরা যাতে জমজমের পানি পান করতে পারেন, সে জন্য সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করছে গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববি কর্তৃপক্ষ। সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মসজিদে নববিতে জমজমের পানি সরবরাহ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ এই উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় মসজিদে নববির একটি সংরক্ষণ প্ল্যান্টে প্রতি মাসে ৯ হাজার টন জমজমের পানি সরবরাহ করে। অর্থাৎ, দৈনিক মদিনায় সরবরাহ করা হয় ৩০০ টন জমজমের পানি।
মদিনায় মুসল্লিদের এই পানি দেওয়ার আগে বিশুদ্ধতা পরীক্ষা করা হয়।
জমজমের পানি নিরাপদ কি না তা নিশ্চিত করতে বিশেষ কারিগরি কর্মীরা প্রতিদিন জমজম থেকে ৮০টিরও বেশি নমুনা নিয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করেন।
ইতিমধ্যে, জামাজেমাহ ডটকম এবং দেশীয় হজযাত্রীদের পরিবেশনকারী প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সমন্বয় পরিষদ (মুতাহেদ) হজের সময় স্থানীয় হজযাত্রীদের জমজমের পানির বোতল সরবরাহ করার জন্য একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে।
হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ মাশাত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির লক্ষ্য হজযাত্রীদের জন্য উচ্চমানের পরিষেবা নিশ্চিত করা।
প্রতিবছর আরবি জিলহজ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হজকে বলা হয় বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ। ২০১২ সালে হজে অংশগ্রহণ করেন রেকর্ডসংখ্যক ৩০ লাখ ১৬ হাজার মানুষ। করোনা মহামারির সময় সৌদি কর্তৃপক্ষ শুধু এক হাজার হাজিকে নিয়ে প্রতীকী হজ পালন করেছিল।
তবে করোনা-পরবর্তী সময়ে হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। গত বছর, প্রায় ১০ লাখ ৮৪ হাজার মানুষ হজে অংশ নেন। আশা করা হচ্ছে, এই সংখ্যা এ বছর আরও বেশি হবে।
হজযাত্রী ও দর্শনার্থীরা যাতে জমজমের পানি পান করতে পারেন, সে জন্য সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করছে গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববি কর্তৃপক্ষ। সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মসজিদে নববিতে জমজমের পানি সরবরাহ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ এই উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় মসজিদে নববির একটি সংরক্ষণ প্ল্যান্টে প্রতি মাসে ৯ হাজার টন জমজমের পানি সরবরাহ করে। অর্থাৎ, দৈনিক মদিনায় সরবরাহ করা হয় ৩০০ টন জমজমের পানি।
মদিনায় মুসল্লিদের এই পানি দেওয়ার আগে বিশুদ্ধতা পরীক্ষা করা হয়।
জমজমের পানি নিরাপদ কি না তা নিশ্চিত করতে বিশেষ কারিগরি কর্মীরা প্রতিদিন জমজম থেকে ৮০টিরও বেশি নমুনা নিয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করেন।
ইতিমধ্যে, জামাজেমাহ ডটকম এবং দেশীয় হজযাত্রীদের পরিবেশনকারী প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সমন্বয় পরিষদ (মুতাহেদ) হজের সময় স্থানীয় হজযাত্রীদের জমজমের পানির বোতল সরবরাহ করার জন্য একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে।
হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ মাশাত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির লক্ষ্য হজযাত্রীদের জন্য উচ্চমানের পরিষেবা নিশ্চিত করা।
প্রতিবছর আরবি জিলহজ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হজকে বলা হয় বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ। ২০১২ সালে হজে অংশগ্রহণ করেন রেকর্ডসংখ্যক ৩০ লাখ ১৬ হাজার মানুষ। করোনা মহামারির সময় সৌদি কর্তৃপক্ষ শুধু এক হাজার হাজিকে নিয়ে প্রতীকী হজ পালন করেছিল।
তবে করোনা-পরবর্তী সময়ে হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। গত বছর, প্রায় ১০ লাখ ৮৪ হাজার মানুষ হজে অংশ নেন। আশা করা হচ্ছে, এই সংখ্যা এ বছর আরও বেশি হবে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৪ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে