Ajker Patrika

পেজারের পর এবার হিজবুল্লাহর ওয়াকিটকির সিরিজ বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৮
পেজারের পর এবার হিজবুল্লাহর ওয়াকিটকির সিরিজ বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ 

মাত্র এক দিন আগের সিরিজ পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণে আরও ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। এই ওয়াকিটকিগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে। লেবানিজ সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল বুধবার বিকেলে বৈরুত, দক্ষিণ লেবানন ও বাক্কাজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণে সারা দেশে গাড়ি, মোটরবাইক, দোকান ও বাড়িঘরে আগুন ধরে যায় এবং অন্তত ১৪ জন নিহত ও প্রায় ৪৫০ হাজার আহত হন। তবে আহতদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের যন্ত্রগুলো লেবাননের দক্ষিণে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত চারজনকে বিদায় জানাতে বৈরুতের দক্ষিণে অবস্থিত দাহিয়াহ এলাকায় জড়ো হয়েছিলেন অনেকে। সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

ওই শেষকৃত্যানুষ্ঠানে নারী, শিশুসহ সব বয়সের মানুষই ছিল। নিহতদের কফিন নিয়ে শোকযাত্রাটি শুরু হওয়ামাত্রই বিস্ফোরণ ঘটে। শুরুতে অনেকে এই বিস্ফোরণকে আতশবাজি ভেবেছিল। কিন্তু পরক্ষণেই সেখানে চিৎকার, চেঁচামেচি ছাড়াও অনেককে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে। 

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, লেবাননে সর্বশেষ হামলায় হাতে রাখা রেডিও যন্ত্রগুলোকে (ওয়াকিটকি) লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্রটি এটাও জানিয়েছে, ওই রেডিওগুলো মঙ্গলবার বিস্ফোরিত হওয়া পেজারগুলোর সঙ্গে পাঁচ মাস আগেই কেনা হয়েছিল। 

লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি নতুন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওয়াকিটকি বিস্ফোরণের সর্বশেষ ধাক্কায় অন্তত ৯ জন নতুন করে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০০ জন। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে রাজধানী ও বেকা উপত্যকায় অবস্থিত বালবেকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার রাতে বৈরুতের দাহিয়াহ থেকে বিবিসির সংবাদদাতা জানান, দ্বিতীয় বিস্ফোরণের পর এই শহরটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের সবাই ফোন বা অন্যান্য ডিভাইস ব্যবহার করে এমন ব্যক্তিদের সন্দেহ করছেন। এমনকি বিবিসির সাংবাদিকদেরও ফোন বন্ধ রাখার জন্য বাধ্য করছেন তাঁরা। 

এর আগে মঙ্গলবার পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। আজ বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, প্রাণঘাতী পেজার বিস্ফোরণের ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতাই শুধু বাড়াবে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত