Ajker Patrika

হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৩: ৪৪
হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 

কিছুক্ষণের জন্য হ্যাকিংয়ের শিকার হয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্প্রচারের সময় হঠাৎই হ্যাকার গ্রুপ এর দখল নেয়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকিংয়ের সময় টেলিভিশনের পর্দায় সংবাদ বন্ধ হয়ে ভেসে ওঠে একটি মুখোশ। এরপর পর্দায় আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি। ছবিতে দেখা যায়, খামেনির চারপাশে আগুন জ্বলছে। হ্যাকাররা তাদের দলটির নাম ‘আদালত আলি’ বা আলি’স জাস্টিস বলে উল্লেখ করেছে।

এ ছাড়া আলী খামেনির কপাল নিশানা করা হয়েছে বন্দুক দিয়ে। খামেনির নিচে দেখা যাচ্ছে কুর্দি তরুণী মাহসা আমিনিসহ চলমান বিক্ষোভে নিহত তিন তরুণীর ছবি।

সম্প্রতি তেহরানে পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভ যখন চরমে, তখনই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটে।

ইরানের নেতা খামেনির বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ দেশটিতে বিরল। তবে মাহসার মৃত্যুকে কেন্দ্র করে মাঝেমধ্যে প্রকাশ্যে তাঁর বিরোধিতা করতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। চলমান বিক্ষোভ দমাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে ইরানি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের দেওয়া তথ্যানুসারে, তিন সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া সাংবাদিক, অধিকারকর্মী, শিক্ষকসহ অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত