Ajker Patrika

রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা কাতারের

রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা কাতারের

রমজান মাস উপলক্ষে ৮০০ টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। আজ মঙ্গলবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 এক বিবৃতিতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, পবিত্র রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে। 

রমজান উপলক্ষে মূল্য হ্রাস করা পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, ইস্ট, লবণ, ভোজ্য তেল, ব্যক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য। 

চলতি বছর মধ্যপ্রাচ্যে ২ এপ্রিল থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত