সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, নিজের ভূখণ্ড রক্ষায় ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সিরিয়া। গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এমন এক সময়ে এই কথা বললেন, যখন গাজা সংকট এরই মধ্যে বিস্তৃত হয়ে লেবানন ও লোহিতসাগর অঞ্চলে ছড়িয়ে গেছে। তাঁর এই মন্তব্য এই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাকেই উসকে দিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে দামেস্কে বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের যৌথভাবে সহায়তা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন। বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিরিয়া ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হচ্ছিল, তখন থেকেই দেশটির বিরোধিতা করে আসছে। সিরিয়া সব সময় ইহুদিবাদী রাষ্ট্রের বিরোধিতা করেছে।’
এ সময় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসরায়েলের দখলে থাকা সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমির গুরুত্বের কথা উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, ‘সিরিয়া ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত। তবে কখন এবং কীভাবে যুদ্ধ করা হবে, সে বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।’
গোলান মালভূমি থেকে ইসরায়েলিদের বিতাড়ন করা সিরিয়ার অন্যতম প্রধান কাজ উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, এই অঞ্চলের স্বাধীনতার জন্য সিরিয়া যেকোনো মূল্য চোকাতে প্রস্তুত। এ সময় সিরিয়ার শীর্ষ এ কূটনীতিক জোর দিয়ে বলেন, তাঁর দেশে মার্কিন ও তুর্কি বাহিনীর উপস্থিতিও ‘অবৈধ’ এবং এর অবসান হওয়া উচিত।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, নিজের ভূখণ্ড রক্ষায় ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সিরিয়া। গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এমন এক সময়ে এই কথা বললেন, যখন গাজা সংকট এরই মধ্যে বিস্তৃত হয়ে লেবানন ও লোহিতসাগর অঞ্চলে ছড়িয়ে গেছে। তাঁর এই মন্তব্য এই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাকেই উসকে দিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে দামেস্কে বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের যৌথভাবে সহায়তা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন। বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিরিয়া ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হচ্ছিল, তখন থেকেই দেশটির বিরোধিতা করে আসছে। সিরিয়া সব সময় ইহুদিবাদী রাষ্ট্রের বিরোধিতা করেছে।’
এ সময় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসরায়েলের দখলে থাকা সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমির গুরুত্বের কথা উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, ‘সিরিয়া ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত। তবে কখন এবং কীভাবে যুদ্ধ করা হবে, সে বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।’
গোলান মালভূমি থেকে ইসরায়েলিদের বিতাড়ন করা সিরিয়ার অন্যতম প্রধান কাজ উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, এই অঞ্চলের স্বাধীনতার জন্য সিরিয়া যেকোনো মূল্য চোকাতে প্রস্তুত। এ সময় সিরিয়ার শীর্ষ এ কূটনীতিক জোর দিয়ে বলেন, তাঁর দেশে মার্কিন ও তুর্কি বাহিনীর উপস্থিতিও ‘অবৈধ’ এবং এর অবসান হওয়া উচিত।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে