Ajker Patrika

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সিরিয়া

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৯
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সিরিয়া

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, নিজের ভূখণ্ড রক্ষায় ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত সিরিয়া। গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এমন এক সময়ে এই কথা বললেন, যখন গাজা সংকট এরই মধ্যে বিস্তৃত হয়ে লেবানন ও লোহিতসাগর অঞ্চলে ছড়িয়ে গেছে। তাঁর এই মন্তব্য এই অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাকেই উসকে দিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে দামেস্কে বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের যৌথভাবে সহায়তা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেন। বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিরিয়া ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হচ্ছিল, তখন থেকেই দেশটির বিরোধিতা করে আসছে। সিরিয়া সব সময় ইহুদিবাদী রাষ্ট্রের বিরোধিতা করেছে।’

এ সময় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসরায়েলের দখলে থাকা সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমির গুরুত্বের কথা উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, ‘সিরিয়া ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত। তবে কখন এবং কীভাবে যুদ্ধ করা হবে, সে বিষয়ে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।’

গোলান মালভূমি থেকে ইসরায়েলিদের বিতাড়ন করা সিরিয়ার অন্যতম প্রধান কাজ উল্লেখ করে ফয়সাল মিকদাদ বলেন, এই অঞ্চলের স্বাধীনতার জন্য সিরিয়া যেকোনো মূল্য চোকাতে প্রস্তুত। এ সময় সিরিয়ার শীর্ষ এ কূটনীতিক জোর দিয়ে বলেন, তাঁর দেশে মার্কিন ও তুর্কি বাহিনীর উপস্থিতিও ‘অবৈধ’ এবং এর অবসান হওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত