ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিগত চার মাসের মধ্যে ইসরায়েলে হামাসের এ ধরনের হামলা এই প্রথম। হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) গতকাল রোববারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে আইডিএফ হামাসের রকেট হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ছাড়া, আইডিএফ দাবি করেছে, তারা গাজা থেকে আগত একঝাঁক রকেটের মধ্য থেকে আটটি রকেট ঠেকিয়ে দিয়েছে। তবে হামাস কতগুলো রকেট নিক্ষেপ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
আইডিএফ এক্সে শেয়ার করা টুইটে বলেছে, ‘রাফাহ থেকে মধ্য ইসরায়েলের (তেল আবিবের) দিকে একঝাঁক রকেট দিয়ে হামলা চালানো হয়েছিল।’ রকেট হামলার ভিডিওকে ইঙ্গিত করে আইডিএফ আরও বলেছে, ‘আজ (রোববার) সকালে কারেম শালোম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সাহায্য যাচ্ছিল এবং এখন মধ্য ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে।’
ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজগুলো থেকে দেখা গেছে—এই হামলার ফলে তেল আবিব এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় অন্তত একটি আবাসিক বাড়ি ধ্বংস হয়েছে। আইডিএফ জানিয়েছে, এই রকেটগুলো রাফাহ-মিসর সীমান্তসংলগ্ন এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আইডিএফ রাফাহেই হামাসের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করছে।
এদিকে, এই রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেড। এক বিবৃতিতে আল-ক্বাসাম ব্রিগেড বলেছে, এই হামলা গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্রের গণহত্যার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ঘরে-বাইরে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গাজায় গণহত্যা বন্ধে দেশে দেশে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও জিম্মিদের নিরাপদে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।
জিম্মিদের ফেরানোর দাবিতে বিভিন্ন বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ইস্যুতে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সাঙ্গপাঙ্গরা তাঁদের নিজেদের রাজনীতি টিকিয়ে রাখা নিয়ে ব্যস্ত।
চলতি মাসের শুরুর দিকে ইয়ার লাপিদ বলেছিলেন, গাজায় প্রতিদিন ইসরায়েলি সেনাদের হত্যা করা হচ্ছে আর তাঁরা (ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা) টেলিভিশনে নিজেদের মধ্যে লড়াই করছেন। এই মন্ত্রিসভা বিচ্ছিন্ন ও অকার্যকর। নেতানিয়াহু প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ছে, মধ্যবিত্তরা ব্যাপক চাপে পড়ছে।
ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিগত চার মাসের মধ্যে ইসরায়েলে হামাসের এ ধরনের হামলা এই প্রথম। হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) গতকাল রোববারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে আইডিএফ হামাসের রকেট হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ছাড়া, আইডিএফ দাবি করেছে, তারা গাজা থেকে আগত একঝাঁক রকেটের মধ্য থেকে আটটি রকেট ঠেকিয়ে দিয়েছে। তবে হামাস কতগুলো রকেট নিক্ষেপ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
আইডিএফ এক্সে শেয়ার করা টুইটে বলেছে, ‘রাফাহ থেকে মধ্য ইসরায়েলের (তেল আবিবের) দিকে একঝাঁক রকেট দিয়ে হামলা চালানো হয়েছিল।’ রকেট হামলার ভিডিওকে ইঙ্গিত করে আইডিএফ আরও বলেছে, ‘আজ (রোববার) সকালে কারেম শালোম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সাহায্য যাচ্ছিল এবং এখন মধ্য ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে।’
ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজগুলো থেকে দেখা গেছে—এই হামলার ফলে তেল আবিব এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় অন্তত একটি আবাসিক বাড়ি ধ্বংস হয়েছে। আইডিএফ জানিয়েছে, এই রকেটগুলো রাফাহ-মিসর সীমান্তসংলগ্ন এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আইডিএফ রাফাহেই হামাসের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করছে।
এদিকে, এই রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেড। এক বিবৃতিতে আল-ক্বাসাম ব্রিগেড বলেছে, এই হামলা গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্রের গণহত্যার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ঘরে-বাইরে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গাজায় গণহত্যা বন্ধে দেশে দেশে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও জিম্মিদের নিরাপদে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।
জিম্মিদের ফেরানোর দাবিতে বিভিন্ন বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ইস্যুতে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সাঙ্গপাঙ্গরা তাঁদের নিজেদের রাজনীতি টিকিয়ে রাখা নিয়ে ব্যস্ত।
চলতি মাসের শুরুর দিকে ইয়ার লাপিদ বলেছিলেন, গাজায় প্রতিদিন ইসরায়েলি সেনাদের হত্যা করা হচ্ছে আর তাঁরা (ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা) টেলিভিশনে নিজেদের মধ্যে লড়াই করছেন। এই মন্ত্রিসভা বিচ্ছিন্ন ও অকার্যকর। নেতানিয়াহু প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ছে, মধ্যবিত্তরা ব্যাপক চাপে পড়ছে।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে