Ajker Patrika

পশ্চিম তীরে মুসলিম মার্কিনিকে পিটিয়ে মারল ইসরায়েলি সেটলাররা

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১১: ৫৫
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে ফিলিস্তিনিরা। ছবি: আনাদোলু
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে ফিলিস্তিনিরা। ছবি: আনাদোলু

ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেটলার তথা বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তরের শহর সিনজিলে গত শুক্রবার সাইফুল্লাহ মুসাল্লাত (২০) নামে ওই মার্কিন নাগরিককে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মুসাল্লাত ছিলেন ফ্লোরিডার ট্যাম্পারের বাসিন্দা। পারিবারিক সূত্রে তিনি ফিলিস্তিনে এসেছিলেন। তাঁর চাচাতো বোন ফাতমাহ মোহাম্মদ জানিয়েছেন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে গিয়েছিলেন সাইফুল্লাহ।

নিহতের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাইফুল্লাহকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতকারীরা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে এমনটাই জানিয়েছেন তাঁর স্বজনেরা।

বিষয়টি সম্পর্কে মন্তব্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে অবগত।’ তবে নিহতের পরিবারের গোপনীয়তার কথা বলে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। হামলার সময় মোহাম্মদ শালাবি নামে আরও এক ফিলিস্তিনি গুলিতে নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতা বহুদিন ধরেই চলছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বসতির লোকজন প্রায়ই ফিলিস্তিনি পাড়া-মহল্লায় হামলা চালায়, ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেয়। এসব হামলায় ইসরায়েলি সেনারা তাদের নিরাপত্তা দেয়, আর প্রতিরোধ দেখালে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস মার্কিন সরকারের নীরবতায় ক্ষোভ জানিয়েছে। সংগঠনটির উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ড বিচারহীন থেকে যাচ্ছে, তাই ইসরায়েলি সরকার নির্বিচারে মার্কিন ফিলিস্তিনিদের ও অন্যান্য ফিলিস্তিনিদের হত্যা করছে।’

মিচেল বলেন, ‘ট্রাম্প বারবার “আমেরিকা ফার্স্ট” বললেও যদি ইসরায়েল আমেরিকান নাগরিককে হত্যা করার পরও তিনি আমেরিকার পক্ষে না দাঁড়ান, তাহলে এটা সত্যিই “ইসরায়েল ফার্স্ট” প্রশাসন।’

থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংও এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে। তারা বলেছে, ‘ইসরায়েলি সেনা ও সরকারের পূর্ণ সমর্থনে এখন বসতির লোকজন ফিলিস্তিনিদের প্রকাশ্যে হত্যা করছে।’ হামাস এ হত্যাকাণ্ডকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়ে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা বসতির লোকজনের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

ইসরায়েল বলেছে, তারা ঘটনাটি তদন্ত করছে। তাদের দাবি, ‘ফিলিস্তিনিরা একটি ইসরায়েলি গাড়িতে পাথর ছোড়ার পর সংঘর্ষ শুরু হয়।’ তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এ ধরনের তথাকথিত তদন্তের পরেও খুব কম ক্ষেত্রেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত