ফিলিস্তিনিদের দেশছাড়া করার প্রস্তাব
আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের দেশছাড়া করার পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশগুলোর দূরত্ব ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে। ফিলিস্তিনের বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠানোর মার্কিন প্রশাসনের ঘোষিত নীতির বিরোধিতা করছে এ অঞ্চলের প্রায় সব কটি দেশ। তবে এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে। তারা চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে মর্মাহত আরব দেশগুলো। এ ব্যাপারে এখনো সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া এসেছে সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল-সাদৌনের কাছ থেকে। তাঁর মতে, ট্রাম্পের উচিত ইসরায়েলের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং পরে গ্রিনল্যান্ড অধিগ্রহণের পর সেখানে সরিয়ে নেওয়া।
সৌদি সংবাদপত্র ওকাজে প্রকাশিত লেখায় আল-সাদৌন বলেন, ‘ইহুদিবাদীরা ও তাদের মিত্ররা’ মিডিয়ার চাপ এবং রাজনৈতিক কৌশল ব্যবহারের মাধ্যমে সৌদি নেতৃত্বকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। তাদের এটা অনুধাবন করা দরকার যে এ ধরনের ফাঁদে পা দেবে না রিয়াদ।
ইরাক ও কুয়েতের তরফেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নেতানিয়াহুর প্রস্তাবের কঠোর সমালোচনা করা হয়েছে। এ ধরনের প্রস্তাবকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করে এটিকে সৌদি আরবের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে মিসর।
এএফপি জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল রোববার যুক্তরাষ্ট্র সফরে গেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। সফরে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং কংগ্রেসম্যানদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য ২৭ ফেব্রুয়ারি মিসরে আরব দেশগুলোর জরুরি সম্মেলনকে সামনে রেখে এ সফরে গেলেন তিনি।
দৃশ্যত ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে এই ‘জরুরি আরব সম্মেলনের’ আয়োজন করছে কায়রো। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আসন্ন জরুরি আরব সম্মেলনের যাবতীয় প্রক্রিয়া সমন্বয় করছে আরব লিগের বর্তমান সভাপতি বাহরাইন। এই অঞ্চলের প্রায় সব কটি দেশের তরফেই ট্রাম্পের ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে ফিলিস্তিন-সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে।
ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে গাজার ২০ লাখের বেশি বাসিন্দাকে নিজেদের পূর্বপুরুষের বাড়িঘর ছেড়ে ভিনদেশে শরণার্থীর জীবন বেছে নিতে হবে। ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণে মিসর ও জর্ডানের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর এমন অবস্থান বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে এমন বাগাড়ম্বর আরবদের ক্ষুব্ধ করে তুলেছে। এমন বাস্তবতায় সৌদি আরবের জন্য ট্রাম্পের পরামর্শ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করাও কঠিন হয়ে পড়েছে। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের গবেষক জেমস ডরসির মতে, ট্রাম্পের এমন নীতি প্রকৃতপক্ষে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দরজা বন্ধ করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের দেশছাড়া করার পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশগুলোর দূরত্ব ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে। ফিলিস্তিনের বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠানোর মার্কিন প্রশাসনের ঘোষিত নীতির বিরোধিতা করছে এ অঞ্চলের প্রায় সব কটি দেশ। তবে এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে। তারা চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে মর্মাহত আরব দেশগুলো। এ ব্যাপারে এখনো সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া এসেছে সৌদি শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল-সাদৌনের কাছ থেকে। তাঁর মতে, ট্রাম্পের উচিত ইসরায়েলের বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং পরে গ্রিনল্যান্ড অধিগ্রহণের পর সেখানে সরিয়ে নেওয়া।
সৌদি সংবাদপত্র ওকাজে প্রকাশিত লেখায় আল-সাদৌন বলেন, ‘ইহুদিবাদীরা ও তাদের মিত্ররা’ মিডিয়ার চাপ এবং রাজনৈতিক কৌশল ব্যবহারের মাধ্যমে সৌদি নেতৃত্বকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেটি ব্যর্থতায় পর্যবসিত হবে। তাদের এটা অনুধাবন করা দরকার যে এ ধরনের ফাঁদে পা দেবে না রিয়াদ।
ইরাক ও কুয়েতের তরফেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নেতানিয়াহুর প্রস্তাবের কঠোর সমালোচনা করা হয়েছে। এ ধরনের প্রস্তাবকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করে এটিকে সৌদি আরবের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে মিসর।
এএফপি জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল রোববার যুক্তরাষ্ট্র সফরে গেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। সফরে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং কংগ্রেসম্যানদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য ২৭ ফেব্রুয়ারি মিসরে আরব দেশগুলোর জরুরি সম্মেলনকে সামনে রেখে এ সফরে গেলেন তিনি।
দৃশ্যত ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে এই ‘জরুরি আরব সম্মেলনের’ আয়োজন করছে কায়রো। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আসন্ন জরুরি আরব সম্মেলনের যাবতীয় প্রক্রিয়া সমন্বয় করছে আরব লিগের বর্তমান সভাপতি বাহরাইন। এই অঞ্চলের প্রায় সব কটি দেশের তরফেই ট্রাম্পের ওই প্রস্তাবের নিন্দা জানিয়ে ফিলিস্তিন-সংকট নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে।
ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে গাজার ২০ লাখের বেশি বাসিন্দাকে নিজেদের পূর্বপুরুষের বাড়িঘর ছেড়ে ভিনদেশে শরণার্থীর জীবন বেছে নিতে হবে। ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণে মিসর ও জর্ডানের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর এমন অবস্থান বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে এমন বাগাড়ম্বর আরবদের ক্ষুব্ধ করে তুলেছে। এমন বাস্তবতায় সৌদি আরবের জন্য ট্রাম্পের পরামর্শ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বিবেচনা করাও কঠিন হয়ে পড়েছে। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের গবেষক জেমস ডরসির মতে, ট্রাম্পের এমন নীতি প্রকৃতপক্ষে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দরজা বন্ধ করে দিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
১ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
২ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৩ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৪ ঘণ্টা আগে