গাজা উপত্যকায় ছয় ইসারয়েলি বন্দীর লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত ৩১ আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন ১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবারও (২ সেপ্টেম্বর) বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করছে।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, পাঁচ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে তিন লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে।
গতকাল রোববার জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। ড্রোন ফুটেজে দেখা গেছে, তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায়।
ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। ২৯ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে ইসরায়েলজুড়ে সড়ক বন্ধ রয়েছে। এতে ব্যাংক, স্কুল ও বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। তাদের হাতে এখনো ১০১ জন বন্দী রয়েছে। এদের মধ্যে গত শনিবার ছয়জনের মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা।
গাজা উপত্যকায় ছয় ইসারয়েলি বন্দীর লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত ৩১ আগস্ট গাজায় ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পরদিন ১ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবারও (২ সেপ্টেম্বর) বন্দীদের মুক্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করছেন লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করছে।
ইসরায়েলি গণমাধ্যমের দাবি, পাঁচ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে। এর মধ্যে তিন লাখই রাজধানী তেল আবিবে। গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
বিক্ষোভকারীদের দাবি, গাজায় জিম্মি ১০১ ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে।
গতকাল রোববার জেরুজালেমে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। ড্রোন ফুটেজে দেখা গেছে, তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে। এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায়।
ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে। ২৯ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে ইসরায়েলজুড়ে সড়ক বন্ধ রয়েছে। এতে ব্যাংক, স্কুল ও বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। তাদের হাতে এখনো ১০১ জন বন্দী রয়েছে। এদের মধ্যে গত শনিবার ছয়জনের মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
৩৩ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
১ ঘণ্টা আগে