Ajker Patrika

গাজায় ইসরায়েলি আগ্রাসন শিগগির নতুন রূপ নেবে 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৬: ৩১
Thumbnail image

আগামী কয়েক দিনের মধ্যেই গাজার রাফাহে অভিযান সমাপ্ত করার বিষয়ে ভাবছে ইসরায়েল। এ ছাড়া, গাজায় চলমান ইসরায়েলের আক্রমণ বা চলমান যুদ্ধ নতুন কৌশলে ও নতুন রূপে পরিচালিত হবে। এমনটাই উঠে এসেছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১৩-এর প্রতিবেদন থেকে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস বিষয়টি জানিয়েছে। 

গত রোববার চ্যানেল-১৩-এর প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের শহর রাফাহে আগামী কয়েক দিনের মধ্যেই অভিযান বন্ধ করবে ইসরায়েল এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের নতুন ধাপ শুরু হবে। 

বিষয়টি এমন এক সময়ে সামনে এল, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল হেরজি হালেভি, দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডার এবং অন্যান্য শীর্ষ সমরবিদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেলের বরাত দিয়ে চ্যানেল-১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগামী দিনগুলোতে ইসরায়েল রাফাহ অভিযানের সমাপ্তি ঘোষণা করবে। এ ছাড়া বর্তমানে যে কৌশলে যুদ্ধ পরিচালিত হচ্ছে, তার সমাপ্তি ঘোষণা করা হবে বলেও আশা করা হচ্ছে।’

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জেনারেল চ্যানেল-১৩কে বলেছেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে রাফাহ অভিযানের সমাপ্তি ও পরিস্থিতির (প্রত্যাশিত) নাটকীয় পরিবর্তন, বিশেষ করে যুদ্ধের ধরন পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করছেন।’ 

চ্যানেলটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরিবর্তনের অর্থ হলো আরও ফোকাসড ও নির্দিষ্ট অভিযান, বিমান হামলার সঙ্গে সঙ্গে বড় আকারে হামলা না চালিয়ে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হবে। উল্লেখ্য, নেতানিয়াহু গত সপ্তাহে চ্যানেল-১৪কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত বলেছিলেন, বর্তমানে ইসরায়েলি বাহিনী যে ধরনের অভিযান রাফাহ শহরে চালাচ্ছে, তা প্রায় সমাপ্ত। 
 
নেতানিয়াহু বলেছিলেন, ‘হামাসের বিরুদ্ধে তীব্র সহিংস যুদ্ধ প্রায় শেষ হওয়ার পথে। এর অর্থ এই নয় যে, যুদ্ধ শেষ হওয়ার পথে। তবে রাফাহে যে সহিংস যুদ্ধ চলছে, তা শেষ হওয়ার পথে।’ এর আগে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পরপরই নেতানিয়াহু জানিয়েছিলেন, ‘সহিংস যুদ্ধ শেষ হওয়ার পরপরই আমরা আমাদের কিছু সেনাকে আবারও উত্তর দিকে পুনরায় মোতায়েন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত