Ajker Patrika

বন্যার পর এবার আরব আমিরাতে ঘন কুয়াশার প্রকোপ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২: ১৫
বন্যার পর এবার আরব আমিরাতে ঘন কুয়াশার প্রকোপ

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সপ্তাহ না পেরোতেই এবার সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অংশজুড়েই ঘন কুয়াশা দেখা দিয়েছে। দেশটির রাজধানী আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবহাওয়াবিদেরা আবুধাবি ও আল আইনের গাড়িচালকদের ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহর দুটিতে ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মিটিওরোলজির আজ বুধবার সকালে রেমা থেকে আল-খাজনা অঞ্চল পর্যন্ত আবুধাবি-আল আইন মহাসড়কের ওপর কুয়াশার কথা জানিয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়িচালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। 

সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহের সোমবার ভোররাত থেকেই শুরু হওয়া বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়। সে সময় দেশটিতে একজনের মৃত্যুও হয়। পরে বন্যার কারণে গাড়িতে আটকে বিশুদ্ধ বাতাসের অভাবে মারা যান আরও দুজন। 

এ ছাড়া, প্রতিবেশী দেশ ওমানে বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বন্যায় গাড়িতে ভেসে যাওয়া ১২ জন স্কুল শিক্ষার্থীও ছিল। এর বাইরে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাত হয়েছে সে সময়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না, দেশকে বাঁচান: মির্জা ফখরুল

স্কুলছাত্রীর মৃত্যুতে স্তব্ধ মালয়েশিয়া, কাঠগড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত