অনলাইন ডেস্ক
সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন কিনতে চায়। এবিষয়ে সফররত তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার ভেঙে পড়া অর্থনীতি বাচাঁতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে এরদোয়ানের সাম্প্রতিক প্রচেষ্টার ফসল এই চুক্তি।
তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ডের তথ্যমতে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর একটি দলকে নিয়ে সৌদি আরব সফরে রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আরো দুটি দেশ সফরের কথা রয়েছে তার।
এই সফরে জ্বালানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউএস) স্বাক্ষর করে দুই দেশ।
এসপিএ বলছে, তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ব্যাকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, রাজতন্ত্রের ‘সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে’ সৌদি আরব এসব ড্রোন কিনবে।
গত মাসে পুনর্নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিনের মাথায় সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের চুক্তি হয়। এর মেয়াদ পাঁচ বছর।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতার সাথে দেখা করার আগে মঙ্গলবারই দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এরদোয়ানের দেখা করার কথা রয়েছে।
সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন কিনতে চায়। এবিষয়ে সফররত তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার ভেঙে পড়া অর্থনীতি বাচাঁতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে এরদোয়ানের সাম্প্রতিক প্রচেষ্টার ফসল এই চুক্তি।
তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ডের তথ্যমতে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর একটি দলকে নিয়ে সৌদি আরব সফরে রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আরো দুটি দেশ সফরের কথা রয়েছে তার।
এই সফরে জ্বালানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউএস) স্বাক্ষর করে দুই দেশ।
এসপিএ বলছে, তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ব্যাকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, রাজতন্ত্রের ‘সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে’ সৌদি আরব এসব ড্রোন কিনবে।
গত মাসে পুনর্নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিনের মাথায় সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের চুক্তি হয়। এর মেয়াদ পাঁচ বছর।
বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতার সাথে দেখা করার আগে মঙ্গলবারই দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এরদোয়ানের দেখা করার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৯ ঘণ্টা আগে