Ajker Patrika

তুরস্ক থেকে ড্রোন কিনছে সৌদি আরব

তুরস্ক থেকে ড্রোন কিনছে সৌদি আরব

সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন কিনতে চায়। এবিষয়ে সফররত তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে একটি চুক্তি হয়েছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার ভেঙে পড়া অর্থনীতি বাচাঁতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নিমাণে এরদোয়ানের সাম্প্রতিক প্রচেষ্টার ফসল এই চুক্তি।

তুরস্কের ফরেন ইকোনোমিক রিলেশন বোর্ডের তথ্যমতে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ২০০ ব্যবসায়ীর একটি দলকে নিয়ে সৌদি আরব সফরে রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আরো দুটি দেশ সফরের কথা রয়েছে তার।

এই সফরে জ্বালানি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পসহ অনেক ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউএস) স্বাক্ষর করে দুই দেশ।

এসপিএ বলছে, তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ব্যাকার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান আল সৌদ মঙ্গলবার এক টুইটবার্তায় বলেন, রাজতন্ত্রের ‘সশস্ত্র বাহিনীর প্রস্তুতি জোরদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে’ সৌদি আরব এসব ড্রোন কিনবে।

গত মাসে পুনর্নির্বাচনে জয়ী হওয়ার কয়েক দিনের মাথায় সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মধ্যে প্রায় ৪ হাজার কোটি ডলারের চুক্তি হয়। এর মেয়াদ পাঁচ বছর।

বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতার সাথে দেখা করার আগে মঙ্গলবারই দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এরদোয়ানের দেখা করার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত