Ajker Patrika

ফিলিস্তিনের খান ইউনিসের গণকবর থেকে প্রায় ২০০ লাশ উদ্ধার 

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১১: ৩৬
Thumbnail image

গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০টি লাশ উদ্ধার করেছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। গত শনিবার (২০ এপ্রিল) মেডিকেল কমপ্লেক্সের ভেতরে এই গণকবরের সন্ধান পাওয়ার পর থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি বিভাগ। 

৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলের শহরটি থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। মাসের পর মাস ইসরায়েলি বোমা হামলা ও তুমুল লড়াইয়ের পর খান ইউনিস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

গতকাল রোববার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং প্যারামেডিকরা এই গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনীর সমাহিত করা ১৮০টি মৃতদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ নারী, শিশু ও তরুণ রয়েছেন।’ 

গত শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি জরুরি বিভাগ জানায়, ‘নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আমাদের দল অবশিষ্ট শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।’ 

এর আগে দুই সপ্তাহ অবরোধের পর চলতি সপ্তাহের শুরুর দিকে আল-শিফা হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। উপকূলীয় ছিটমহলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল–শিফায় এর আগেও বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে। দুই মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটিচাপা দিয়ে চলেছে। 

গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও অধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। গাজার দুটি বৃহত্তম শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো অঞ্চলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের অন্তত তিন ভাগের দুই ভাগই শিশু ও নারী। বিমান হামলার কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকে আছে, আবার এমন এলাকাও রয়েছে যেখানে চিকিৎসকদের নাগাল পাওয়া যাচ্ছে না। তাই মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত