প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের। দেশটির প্রধান দুই শহর তেল আবিব ও জেরুজালেমে প্রধান সড়কগুলো আটকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন তাঁরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাঁরা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এমনকি কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
জেরুজালেমে কয়েক শ বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ইসরায়েলে নতুন নির্বাচন দাবি করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করে বাধা দেয়। এমনকি পুলিশ সংবাদমাধ্যমের কর্মীদেরও বাধা দেয় ঘটনাস্থলের আশপাশে যেতে।
এদিকে, তেল আবিবে মূলত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটির দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করে আনা এবং অপরটির দাবি ছিল, ইসরায়েলে নতুন নির্বাচন আয়োজন করা। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীদের অনড় অবস্থানের বিপরীতে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জলকামানও ব্যবহার করে। এর আগে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে, ‘যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে।’
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েলের। দেশটির প্রধান দুই শহর তেল আবিব ও জেরুজালেমে প্রধান সড়কগুলো আটকে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন ও হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন তাঁরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাঁরা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এমনকি কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
জেরুজালেমে কয়েক শ বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ইসরায়েলে নতুন নির্বাচন দাবি করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করে বাধা দেয়। এমনকি পুলিশ সংবাদমাধ্যমের কর্মীদেরও বাধা দেয় ঘটনাস্থলের আশপাশে যেতে।
এদিকে, তেল আবিবে মূলত দুটি দাবিতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একটির দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করে আনা এবং অপরটির দাবি ছিল, ইসরায়েলে নতুন নির্বাচন আয়োজন করা। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীদের অনড় অবস্থানের বিপরীতে পুলিশ প্রথম স্মোক গ্রেনেড ছুড়ে, এমনকি জলকামানও ব্যবহার করে। এর আগে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ইঙ্গিত করে জিম্মিদের মুক্ত করার দাবিতে, ‘যে তাদের ত্যাগ করেছে, তাকেই তাদের ফিরিয়ে আনতে হবে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
২ ঘণ্টা আগেনয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৩ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৩ ঘণ্টা আগে