জালিয়াতি করে ৩৬ বছর ধরে কুয়েতের নাগরিক হিসেবে বসবাস করছেন সুদানের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর দ্বৈত নাগরিকত্বের জালিয়াতি ধরা পড়েছে। প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব সুবিধা ভোগ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কুয়েত।
আল–মাজিলিস নিউজ পোর্টালের প্রতিবেদনের বরাতে গালফ নিউজ এ তথ্য জানায়।
ওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
এখন ওই ব্যক্তি ও তাঁর সন্তানের নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা নিচ্ছে কুয়েত।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব নেওয়ার বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে উঠে এসেছে। তাঁদের মধ্যে কয়েকজন অবৈধ নাগরিককে এরই মধ্যে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
নাগরিকত্বের নথিপত্রে জালিয়াতি এবং সরকারের বেতন ও সুবিধা থেকে ৫ লাখ কুয়েতি দিনার বা ১০ লাখ ৬০ হাজার ডলার নেওয়ার দায়ে তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত।
দেশটির সংবাদপত্র আল–কাবাসে গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আসামিদের ১০ লাখ কুয়েতি দিনার রাষ্ট্রের কোষাগারে ফেরত দিতে আদেশ দিয়েছেন আদালত।
৪০ লাখ ১০ হাজারের জনসংখ্যার দেশটির বেশির ভাগই প্রবাসী। বর্তমানে নাগরিকত্বের নথি জালিয়াতি এবং দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দেশটি।
দ্বৈত নাগরিকত্ব ধারণকারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানাতে সাধারণ জনগণদের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। অভিযোগকারীদের গোপনীয়তা রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়।
জালিয়াতি করে ৩৬ বছর ধরে কুয়েতের নাগরিক হিসেবে বসবাস করছেন সুদানের এক ব্যক্তি। সম্প্রতি তাঁর দ্বৈত নাগরিকত্বের জালিয়াতি ধরা পড়েছে। প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব সুবিধা ভোগ করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কুয়েত।
আল–মাজিলিস নিউজ পোর্টালের প্রতিবেদনের বরাতে গালফ নিউজ এ তথ্য জানায়।
ওই প্রবাসীকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠিয়েছে কুয়েতি পুলিশ। ওই ব্যক্তির দাবি, ১৯৮৮ সালে এক কুয়েতি নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে তিনি নাগরিকত্ব নেন। তিনি নিজেকে কুড়িয়ে পাওয়া শিশু দাবি করেন এবং ওই নারী তাঁকে দত্তক নিতে চেয়েছিলেন বলে জানান। তিনি আরও জানান, ওই নারী এখন বেঁচে নেই।
এখন ওই ব্যক্তি ও তাঁর সন্তানের নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা নিচ্ছে কুয়েত।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব নেওয়ার বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে উঠে এসেছে। তাঁদের মধ্যে কয়েকজন অবৈধ নাগরিককে এরই মধ্যে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
নাগরিকত্বের নথিপত্রে জালিয়াতি এবং সরকারের বেতন ও সুবিধা থেকে ৫ লাখ কুয়েতি দিনার বা ১০ লাখ ৬০ হাজার ডলার নেওয়ার দায়ে তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত।
দেশটির সংবাদপত্র আল–কাবাসে গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আসামিদের ১০ লাখ কুয়েতি দিনার রাষ্ট্রের কোষাগারে ফেরত দিতে আদেশ দিয়েছেন আদালত।
৪০ লাখ ১০ হাজারের জনসংখ্যার দেশটির বেশির ভাগই প্রবাসী। বর্তমানে নাগরিকত্বের নথি জালিয়াতি এবং দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দেশটি।
দ্বৈত নাগরিকত্ব ধারণকারী বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব নেওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানাতে সাধারণ জনগণদের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। অভিযোগকারীদের গোপনীয়তা রক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে