দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কোনো গাছ খুঁজে পাওয়া সহজ বিষয় নয়। কারণ মহাসমুদ্রের এই অংশটির ওপর দিয়ে সব সময় বিপুল বেগে বাতাস বয়ে যায়। তীব্র গতির এই বাতাসে কোনো গাছ মাথা তুলে দাঁড়াতে পারে না। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই দ্বীপাঞ্চলেই প্রাগৈতিহাসিক একটি বনের অস্তিত্ব ছিল। সেই বন এখন মাটির অন্তত ২০ ফুট নিচে পড়ে আছে।
বুধবার সিএনএন জানিয়েছে, ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের অধ্যাপক ড. জো থমাস ২০২০ সালে ফিল্ডওয়ার্ক পরিচালনা করতে গিয়ে মাটির নিচে গাছের মতো বস্তুর অবশিষ্টাংশ আবিষ্কার করেছিলেন। এই বিষয়টি পরে তাঁকে এবং তাঁর দলকে আরও তদন্ত করে দেখার প্ররোচনা জোগায়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী স্ট্যানলির কাছে একটি নির্মাণাধীন এলাকায় গাছের জীবাশ্মগুলোর অস্তিত্ব এটাই ইঙ্গিত করে যে, ওই অঞ্চলটিতে একসময় একটি নাতিশীতোষ্ণ রেইনফরেস্ট ছিল। গবেষক দলটি ওই জীবাশ্ম বিশ্লেষণ করে পরে জানতে পারে, ওই গাছগুলো দেড় থেকে ৩ কোটি বছরের পুরোনো। প্রাগৈতিহাসিক ওই বনটি সম্ভবত আধুনিক প্যাটাগোনিয়ান রেইনফরেস্টের মতো ছিল। এর ফলে এটাই প্রতীয়মান হয়, ফকল্যান্ডের জলবায়ু একসময় আজকের দিনের তুলনায় উষ্ণ এবং আর্দ্র ছিল।
গবেষকেরা উল্লেখ করেছেন, প্রবল বাতাস এবং অম্লীয় মাটি সহ বিভিন্ন কারণেই একসময় গাছগুলো দ্বীপগুলো থেকে বিলীন হয়ে গিয়েছিল। এ অবস্থায় জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার ক্ষেত্রে ফকল্যান্ডের তাৎপর্য ওপর জোর দিয়েছেন অধ্যাপক ড. থমাস। তিনি মনে করেন, অদূর ভবিষ্যতে এই দ্বীপাঞ্চলে বনভূমির সৃষ্টি হবে এমন সম্ভাবনা এখন কম।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কোনো গাছ খুঁজে পাওয়া সহজ বিষয় নয়। কারণ মহাসমুদ্রের এই অংশটির ওপর দিয়ে সব সময় বিপুল বেগে বাতাস বয়ে যায়। তীব্র গতির এই বাতাসে কোনো গাছ মাথা তুলে দাঁড়াতে পারে না। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই দ্বীপাঞ্চলেই প্রাগৈতিহাসিক একটি বনের অস্তিত্ব ছিল। সেই বন এখন মাটির অন্তত ২০ ফুট নিচে পড়ে আছে।
বুধবার সিএনএন জানিয়েছে, ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের অধ্যাপক ড. জো থমাস ২০২০ সালে ফিল্ডওয়ার্ক পরিচালনা করতে গিয়ে মাটির নিচে গাছের মতো বস্তুর অবশিষ্টাংশ আবিষ্কার করেছিলেন। এই বিষয়টি পরে তাঁকে এবং তাঁর দলকে আরও তদন্ত করে দেখার প্ররোচনা জোগায়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী স্ট্যানলির কাছে একটি নির্মাণাধীন এলাকায় গাছের জীবাশ্মগুলোর অস্তিত্ব এটাই ইঙ্গিত করে যে, ওই অঞ্চলটিতে একসময় একটি নাতিশীতোষ্ণ রেইনফরেস্ট ছিল। গবেষক দলটি ওই জীবাশ্ম বিশ্লেষণ করে পরে জানতে পারে, ওই গাছগুলো দেড় থেকে ৩ কোটি বছরের পুরোনো। প্রাগৈতিহাসিক ওই বনটি সম্ভবত আধুনিক প্যাটাগোনিয়ান রেইনফরেস্টের মতো ছিল। এর ফলে এটাই প্রতীয়মান হয়, ফকল্যান্ডের জলবায়ু একসময় আজকের দিনের তুলনায় উষ্ণ এবং আর্দ্র ছিল।
গবেষকেরা উল্লেখ করেছেন, প্রবল বাতাস এবং অম্লীয় মাটি সহ বিভিন্ন কারণেই একসময় গাছগুলো দ্বীপগুলো থেকে বিলীন হয়ে গিয়েছিল। এ অবস্থায় জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার ক্ষেত্রে ফকল্যান্ডের তাৎপর্য ওপর জোর দিয়েছেন অধ্যাপক ড. থমাস। তিনি মনে করেন, অদূর ভবিষ্যতে এই দ্বীপাঞ্চলে বনভূমির সৃষ্টি হবে এমন সম্ভাবনা এখন কম।
চলতি বছরের ‘ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার’ জয় করে নিয়েছে গাজার এক আহত শিশুর হৃদয়বিদারক প্রতিকৃতি। ছবিটি তুলেছেন ফিলিস্তিনি আলোকচিত্রী সামার আবু এলউফ, যিনি নিজেও গাজার বাসিন্দা। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪২টি চূড়ান্ত ছবির মধ্যে এই ছবিটিকেই সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগেটেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক একাধিক সন্তান নিয়ে একটি ‘বাহিনী’ গড়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। এই উদ্দেশ্যে তিনি তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার করে সম্ভাব্য মায়েদের সঙ্গে যোগাযোগ করছেন। এ ছাড়া সন্তান জন্মের প্রক্রিয়া ত্বরান্বিত করতে অনেককে তিনি সারোগেট
২ ঘণ্টা আগেকারাবন্দী অধিকার সংস্থা আদ্দামির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের কারাগারে বন্দী আছে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। এই বন্দীদের মধ্যে ৩ হাজার ৪৯৮ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটকে রাখা হয়েছে, কোনো ধরনের বিচারও করা হয়নি, ৪০০ জন শিশু, ২৭ জন নারী এবং ২৯৯ জন যাবজ্জীবন সাজা ভোগ করছেন।
২ ঘণ্টা আগেরায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, পরিবারের বিরুদ্ধে বিয়ের পর জীবন ও স্বাধীনতার ওপর কোনো হুমকি না এলে পুলিশের সাহায্য দাবি করা উচিত নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দম্পতির পারস্পরিক সহায়তায় নির্ভর করে সমাজের মুখোমুখি হওয়া উচিত। হুমকির পক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সে ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া যেতে পারে।
৩ ঘণ্টা আগে