ব্রাজিলের আমাজন জঙ্গলে বসবাসকারী একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর এক যুবক সংক্ষিপ্ত সময়ের জন্য বাইরের বিশ্বের মানুষের সংস্পর্শে এসে আবারও তাঁর নিজ গোষ্ঠীতে ফিরে গেছেন। ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, যুবকটি মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁর উপজাতির কাছে ফিরে যান।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের পুরুস নদীর তীরবর্তী বেলা রোসা গ্রামে বিরল ওই ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবকটি খালি পায়ে এবং ছোট একটি নেংটি পরে এসেছিলেন। তাঁকে বেশ শান্ত ও সুস্থ দেখাচ্ছিল। আর তাঁর হাতে ছিল দুটি কাঠের গুঁড়ি। স্থানীয়রা ধারণা করছে, যুবকটি আগুন চাইতে এসেছিল।
এ অবস্থায় এক গ্রামবাসী ওই যুবকটিকে লাইটার ব্যবহার করতে শেখানোর চেষ্টা করেন। কিন্তু এটি যুবকের কাছে কিছুতেই বোধগম্য হয়নি।
খবরটি পাওয়া মাত্রই ফুনাই-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে কাছের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। যেহেতু বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের জগতের মানুষের চেয়ে দুর্বল, তাই একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দলও পাঠানো হয় সেখানে। যুবকটি যেন কোনো রোগে আক্রান্ত না হয়, সেই চেষ্টাই করেছে দলটি।
গত বৃহস্পতিবার বিকেলে যুবকটি স্বেচ্ছায় আবার গভীর জঙ্গলে ফিরে যান। ব্রাজিলের সরকারি সংস্থাটি নিশ্চিত করেছে, যুবকটি নিজের ইচ্ছায়ই আবারও জঙ্গলে ফিরে গেছে।
ব্রাজিল সরকার এই ধরনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে না। বরং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষিত ও পর্যবেক্ষণাধীন এলাকা নির্ধারণ করে দেয়।
এই ঘটনার পর ব্রাজিল সরকার ওই আদিবাসী জনগোষ্ঠীর অঞ্চলে যেন কেউ প্রবেশ না করে, তার জন্য কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত মামোরিয়া গ্রান্ডের কাছেই এই বিরল সাক্ষাতের ঘটনা ঘটেছে।
ব্রাজিলের আমাজন জঙ্গলে বসবাসকারী একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর এক যুবক সংক্ষিপ্ত সময়ের জন্য বাইরের বিশ্বের মানুষের সংস্পর্শে এসে আবারও তাঁর নিজ গোষ্ঠীতে ফিরে গেছেন। ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, যুবকটি মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁর উপজাতির কাছে ফিরে যান।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের পুরুস নদীর তীরবর্তী বেলা রোসা গ্রামে বিরল ওই ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবকটি খালি পায়ে এবং ছোট একটি নেংটি পরে এসেছিলেন। তাঁকে বেশ শান্ত ও সুস্থ দেখাচ্ছিল। আর তাঁর হাতে ছিল দুটি কাঠের গুঁড়ি। স্থানীয়রা ধারণা করছে, যুবকটি আগুন চাইতে এসেছিল।
এ অবস্থায় এক গ্রামবাসী ওই যুবকটিকে লাইটার ব্যবহার করতে শেখানোর চেষ্টা করেন। কিন্তু এটি যুবকের কাছে কিছুতেই বোধগম্য হয়নি।
খবরটি পাওয়া মাত্রই ফুনাই-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে কাছের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। যেহেতু বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের জগতের মানুষের চেয়ে দুর্বল, তাই একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দলও পাঠানো হয় সেখানে। যুবকটি যেন কোনো রোগে আক্রান্ত না হয়, সেই চেষ্টাই করেছে দলটি।
গত বৃহস্পতিবার বিকেলে যুবকটি স্বেচ্ছায় আবার গভীর জঙ্গলে ফিরে যান। ব্রাজিলের সরকারি সংস্থাটি নিশ্চিত করেছে, যুবকটি নিজের ইচ্ছায়ই আবারও জঙ্গলে ফিরে গেছে।
ব্রাজিল সরকার এই ধরনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে না। বরং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষিত ও পর্যবেক্ষণাধীন এলাকা নির্ধারণ করে দেয়।
এই ঘটনার পর ব্রাজিল সরকার ওই আদিবাসী জনগোষ্ঠীর অঞ্চলে যেন কেউ প্রবেশ না করে, তার জন্য কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত মামোরিয়া গ্রান্ডের কাছেই এই বিরল সাক্ষাতের ঘটনা ঘটেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল কালাম ওরফে নেহা ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রায় দুই দশক মুম্বাইয়ে কাটানোর পর তিনি ভোপালে থিতু হন। পুলিশের অভিযোগ, তিনি তৃতীয় লিঙ্গের পরিচয় ধারণ করে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সক্রিয় সদস্য হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় দালালদের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার...
৪৩ মিনিট আগেদুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অভিযোগ করেছেন, ‘তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় বিপন্ন করেছে।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘দেশের সংবিধান অনুযায়ী যারা বেআইনি অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
১ ঘণ্টা আগেফরাসি প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের প্রায় ২৫০টি ইঞ্জিন কিনতে চলেছে ভারত, যার আনুমানিক খরচ ৬১ হাজার কোটি রুটি। এতে ভারতীয় প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিকতা, যা দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক নতুন মাত্রা আনবে।
২ ঘণ্টা আগেএডুয়ার্দো বলসোনারো চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নিজ দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন বলে জানা গেছে। এদিকে দেশে তাঁর বাবার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি বিচার কার্যক্রম চলছে। ঠিক এই সময়ে
২ ঘণ্টা আগে