মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।
গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করা হয়েছে, আমরা এখনো বাসের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’
উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল প্রোগ্রেসো ডিপার্টমেন্টের সান আগুস্টিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানান, এই নদীর পানি দূষিত। এতে বিভিন্ন ধরনের বর্জ্য মিশে রয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, কীভাবে বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।
গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করা হয়েছে, আমরা এখনো বাসের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’
উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল প্রোগ্রেসো ডিপার্টমেন্টের সান আগুস্টিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানান, এই নদীর পানি দূষিত। এতে বিভিন্ন ধরনের বর্জ্য মিশে রয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, কীভাবে বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল কালাম ওরফে নেহা ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। প্রায় দুই দশক মুম্বাইয়ে কাটানোর পর তিনি ভোপালে থিতু হন। পুলিশের অভিযোগ, তিনি তৃতীয় লিঙ্গের পরিচয় ধারণ করে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সক্রিয় সদস্য হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় দালালদের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার...
১ ঘণ্টা আগেদুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি অভিযোগ করেছেন, ‘তৃণমূল সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় বিপন্ন করেছে।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘দেশের সংবিধান অনুযায়ী যারা বেআইনি অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
১ ঘণ্টা আগেফরাসি প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের প্রায় ২৫০টি ইঞ্জিন কিনতে চলেছে ভারত, যার আনুমানিক খরচ ৬১ হাজার কোটি রুটি। এতে ভারতীয় প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিকতা, যা দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক নতুন মাত্রা আনবে।
২ ঘণ্টা আগেএডুয়ার্দো বলসোনারো চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নিজ দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন বলে জানা গেছে। এদিকে দেশে তাঁর বাবার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি বিচার কার্যক্রম চলছে। ঠিক এই সময়ে
২ ঘণ্টা আগে