মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।
গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করা হয়েছে, আমরা এখনো বাসের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’
উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল প্রোগ্রেসো ডিপার্টমেন্টের সান আগুস্টিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানান, এই নদীর পানি দূষিত। এতে বিভিন্ন ধরনের বর্জ্য মিশে রয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, কীভাবে বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।
গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করা হয়েছে, আমরা এখনো বাসের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’
উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল প্রোগ্রেসো ডিপার্টমেন্টের সান আগুস্টিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল।
উদ্ধারকর্মীরা জানান, এই নদীর পানি দূষিত। এতে বিভিন্ন ধরনের বর্জ্য মিশে রয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, কীভাবে বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবারের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত
৯ ঘণ্টা আগেচলমান এই বাণিজ্যযুদ্ধে কোন দেশ প্রথম পিছু হটবে, তা বিশ্লেষণ করার জন্য মার্কিন সংবাদমাধ্যম সিএনএন যুক্তরাষ্ট্র থেকে চীন কী কী আমদানি করে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। সিএনএন দেখেছে, যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে চীন কীভাবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানি করে তাদের চাহিদা পূরণ করতে
১০ ঘণ্টা আগে