Ajker Patrika

কংগ্রেসের জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে বিজেপির ৩৮ দলীয় মহাজোট

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২১: ০৭
কংগ্রেসের জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে বিজেপির ৩৮ দলীয় মহাজোট

ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারকে মোকাবিলায় ২৬ দলীয় জোট গঠন করেছে বিরোধী দলগুলো। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া—আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। ভারতের রাজনীতিতে এবার এই জোটের চেয়েও বড় জোট নিয়ে হাজির হয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে থাকা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ৩৮ দলের মহাজোট গঠনের ঘোষণা দেয় বিজেপি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদির উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএকে বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

কংগ্রেসের জোট ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে বিজেপির ৩৮ দলীয় মহাজোট গঠনের বৈঠক শুরুর আগে নরেন্দ্র মোদি এক টুইট করেন। টুইটে তিনি লিখেন, ‘এটি অত্যন্ত আনন্দের বিষয় যে সারা ভারত থেকে আমাদের জোট এনডিএ-এর মূল্যবান অংশীদাররা আজ (মঙ্গলবার) দিল্লিতে বৈঠকে যোগ দেবেন। এই জোট আমাদের দীর্ঘ পরীক্ষিত জোট, যা আরও জাতীয় অগ্রগতি এবং আঞ্চলিক আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।’ 

জোটে দলের সংখ্যা ৩৮টি হলেও অধিকাংশ দলই বেশ ছোট আকারের। এসব দলের খুব অল্পসংখ্যক বিধায়ক বা এমপি রয়েছেন, কোনো কোনো দলের তাও নেই। তারপরও মোদি তাদের জোটে নিচ্ছেন এবং তাদের বেড়ে ওঠার জন্য জায়গা করে দিচ্ছেন বলেই ধারণা বিশ্লেষকদের।  

২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত উপায়েই এগিয়ে যাচ্ছে বিজেপি। এরই মধ্যে উত্তর ভারতের রাজ্যগুলোতে বেশ শক্ত অবস্থান অর্জন করেছে দলটি। দক্ষিণ ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেনি। বিপরীতে দক্ষিণ ভারতসহ বিহার এবং পশ্চিমবঙ্গকে নিয়ে জোট গড়েছে কংগ্রেস।

এদিকে, মঙ্গলবার টানা দুই দিনের বৈঠক শেষে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে ২৬টি দল এক সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেয়। কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলনে নতুন জোটের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘নতুন জোটের নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া।’ 

জোট গঠনের পর আশাবাদ ব্যক্ত করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এক টুইটে বলেন, ‘ভারত আবারও ঐক্যবদ্ধ হবে, ভারত আবারও জিতবে।’ রাহুল গান্ধী হিন্দিতে এই টুইট করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত