Ajker Patrika

কঙ্গনাকে থাপ্পড় মারা কনস্টেবলকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক

আপডেট : ০৭ জুন ২০২৪, ২২: ২০
কঙ্গনাকে থাপ্পড় মারা কনস্টেবলকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক

ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে বিজেপি থেকে নির্বাচিত এমপি ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেপ্তার হওয়া কনস্টেবল কুলিন্দর কৌরের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলনের একাধিক সংগঠন। আগামী রোববার (৯ জুন) নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনাকে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কৃষক আন্দোলনকারী একাধিক সংগঠন। যাতে তাঁর বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো ৯ জুন পাঞ্জাবের মোহালিতে ‘ইনসাফ’ পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তাঁর সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।

সদ্য নির্বাচিত সংসদ সদস্যের গালে থাপ্পড় মারার ঘটনায় দেশটির নাগরিকদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুলিন্দর কৌর জানান, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরোনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন।‌‌

কুলিন্দর কৌর বলেন, ‘কঙ্গনা একটি বিবৃতি দিয়েছিলেন... কৃষকেরা ১০০ রুপির বিনিময়ে বিক্ষোভে বসেছেন। তিনি কী ১০০ রুপির জন্য বিক্ষোভে বসবেন? এই বক্তব্য দেওয়ার সময় আমার মা সেখানে বসে প্রতিবাদ করছিলেন...।’

ভারতের সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। কঙ্গনাকে থাপ্পড় মারার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে। দেশটির সদ্য সমাপ্ত ১৮তম লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রনৌত। গতকাল বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লিতে যাওয়ার সময় হেনস্তার শিকার হন তিনি। কুলিন্দর কৌর বলেছেন, কৃষকদের অসম্মান করায় ওই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

দেশটির কৃষক আন্দোলনের অন্যতম প্রধান অরাজনৈতিক সংগঠন সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম) ও কিষাণ মজদুর মোর্চার মতো বিশিষ্ট কৃষক সংগঠনগুলো আজ শুক্রবার বলেছে, তারা কুলিন্দর কৌরের সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়েছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‌‌এসকেএমের নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল ও কিষান মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের এই বিষয়ে সঠিক তদন্তের জন্য পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) গৌরব যাদবের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।

আজ এক সংবাদ সম্মেলনে দাল্লেওয়াল বলেছেন, ‌‌‘আমরা পুলিশের মহাপরিদর্শককে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানাব। একই সঙ্গে ওই নারী কনস্টেবলের সঙ্গে কোনো অবিচার করলে তা মেনে নেওয়া হবে না বলেও জানিয়ে দেব।’ কনস্টেবল কুলিন্দর কৌরের ঘটনা সঠিকভাবে তদন্তের দাবিতে ৯ জুন মোহালিতে পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্টের কার্যালয় অভিমুখে ‌‘ইনসাফ পদযাত্রা’ করার ঘোষণা দিয়েছেন তিনি।

কনস্টেবলের কুলিন্দর কৌরের ভাই শের সিংও একজন কৃষকনেতা। তিনি দেশটির কিষান মজদুর সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত