Ajker Patrika

সংখ্যালঘু গুরুত্ব হারালে ভাগ হয়ে যাবে ভারত: সাবেক আরবিআই গভর্নর

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭: ৩৫
সংখ্যালঘু গুরুত্ব হারালে ভাগ হয়ে যাবে ভারত: সাবেক আরবিআই গভর্নর

সংখ্যালঘুদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বানিয়ে ফেলার কোনো চেষ্টা করলে ভারত ভাগ হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন। এতে দেশে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়বে বলেও শঙ্কা তাঁর। গত শনিবার অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পঞ্চম সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস রায়পুরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি শাখা। সংগঠনটির পঞ্চম সম্মেলনে দেওয়া বক্তব্যে রঘুরাম রাজন বলেন, ‘ভূরাজনৈতিক অস্থিরতার এই যুগে, এটি আমাদের দুর্বল করবে এবং দেশকে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকিতে ফেলে দেবে।’ 

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনে রোববার প্রকাশিত এক এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সংকটের উদাহরণ দিয়ে রঘুরাম রাজন বলেন, একটি দেশের রাজনীতিবিদেরা সংখ্যালঘুদের টার্গেট করে তাঁদের বাদ দিয়ে যখন চাকরিসংকট দূর করতে চায়, তখন যে অবস্থা হয় তার চিত্র এখন দেখা যাচ্ছে শ্রীলঙ্কায়। 

রঘুরামের মতে, এখনো দেশের একটি অংশ মনে করে গণতন্ত্রের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এর পরিবর্তে এরা শক্তিশালী নেতৃত্ব চায়। কর্তৃত্ববাদী শাসক এলেও তারা সমর্থন করবে। 

রঘুরাম রাজন বলেন, ‘আমি মনে করি, এটা নিয়ে তর্ক করা একদম অর্থহীন। এটি উন্নয়নের একটি পুরোনো মডেলের ওপর ভিত্তি করে করা, যা পণ্য এবং মূলধনের ওপর জোর দেয়। মানুষ এবং বিভিন্ন মতাদর্শের ওপর নয়।’ 

ভারতের বর্তমান রাজনৈতিক প্রবণতার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, উদারবাদী গণতন্ত্র ও প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মধ্যেই ভারতের ভবিষ্যৎ নিহিত, এগুলো ধ্বংস করার মধ্যে নয়। তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনায় দেশের যে অবস্থা, তা ইঙ্গিত করে বর্তমান পথ সম্পর্কে আমাদের নতুন করে ভাবা দরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকট শুরুর পর থেকেই অন্তত এক দশক ধরে আমাদের যা করা উচিত ছিল, তা আমরা করিনি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা আমাদের তরুণদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি।’ 

তবে রাজনীতি ও চলমান ব্যবস্থার নানা সমালোচনা করলেও রঘুররাম রাজন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রশংসা করেন। তাঁর মতে, আরবিআই বেশ ভালো কাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ ভালো অবস্থানে আছে। ফলে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো সংকটে ভারতকে পড়তে হবে না বলে মনে করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত