সংখ্যালঘুদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বানিয়ে ফেলার কোনো চেষ্টা করলে ভারত ভাগ হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন। এতে দেশে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়বে বলেও শঙ্কা তাঁর। গত শনিবার অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পঞ্চম সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস রায়পুরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি শাখা। সংগঠনটির পঞ্চম সম্মেলনে দেওয়া বক্তব্যে রঘুরাম রাজন বলেন, ‘ভূরাজনৈতিক অস্থিরতার এই যুগে, এটি আমাদের দুর্বল করবে এবং দেশকে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকিতে ফেলে দেবে।’
ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনে রোববার প্রকাশিত এক এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সংকটের উদাহরণ দিয়ে রঘুরাম রাজন বলেন, একটি দেশের রাজনীতিবিদেরা সংখ্যালঘুদের টার্গেট করে তাঁদের বাদ দিয়ে যখন চাকরিসংকট দূর করতে চায়, তখন যে অবস্থা হয় তার চিত্র এখন দেখা যাচ্ছে শ্রীলঙ্কায়।
রঘুরামের মতে, এখনো দেশের একটি অংশ মনে করে গণতন্ত্রের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এর পরিবর্তে এরা শক্তিশালী নেতৃত্ব চায়। কর্তৃত্ববাদী শাসক এলেও তারা সমর্থন করবে।
রঘুরাম রাজন বলেন, ‘আমি মনে করি, এটা নিয়ে তর্ক করা একদম অর্থহীন। এটি উন্নয়নের একটি পুরোনো মডেলের ওপর ভিত্তি করে করা, যা পণ্য এবং মূলধনের ওপর জোর দেয়। মানুষ এবং বিভিন্ন মতাদর্শের ওপর নয়।’
ভারতের বর্তমান রাজনৈতিক প্রবণতার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, উদারবাদী গণতন্ত্র ও প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মধ্যেই ভারতের ভবিষ্যৎ নিহিত, এগুলো ধ্বংস করার মধ্যে নয়। তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনায় দেশের যে অবস্থা, তা ইঙ্গিত করে বর্তমান পথ সম্পর্কে আমাদের নতুন করে ভাবা দরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকট শুরুর পর থেকেই অন্তত এক দশক ধরে আমাদের যা করা উচিত ছিল, তা আমরা করিনি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা আমাদের তরুণদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি।’
তবে রাজনীতি ও চলমান ব্যবস্থার নানা সমালোচনা করলেও রঘুররাম রাজন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রশংসা করেন। তাঁর মতে, আরবিআই বেশ ভালো কাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ ভালো অবস্থানে আছে। ফলে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো সংকটে ভারতকে পড়তে হবে না বলে মনে করেন তিনি।
সংখ্যালঘুদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বানিয়ে ফেলার কোনো চেষ্টা করলে ভারত ভাগ হয়ে যাবে বলে সতর্ক করেছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন। এতে দেশে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়বে বলেও শঙ্কা তাঁর। গত শনিবার অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের পঞ্চম সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস রায়পুরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি শাখা। সংগঠনটির পঞ্চম সম্মেলনে দেওয়া বক্তব্যে রঘুরাম রাজন বলেন, ‘ভূরাজনৈতিক অস্থিরতার এই যুগে, এটি আমাদের দুর্বল করবে এবং দেশকে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকিতে ফেলে দেবে।’
ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনে রোববার প্রকাশিত এক এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সংকটের উদাহরণ দিয়ে রঘুরাম রাজন বলেন, একটি দেশের রাজনীতিবিদেরা সংখ্যালঘুদের টার্গেট করে তাঁদের বাদ দিয়ে যখন চাকরিসংকট দূর করতে চায়, তখন যে অবস্থা হয় তার চিত্র এখন দেখা যাচ্ছে শ্রীলঙ্কায়।
রঘুরামের মতে, এখনো দেশের একটি অংশ মনে করে গণতন্ত্রের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এর পরিবর্তে এরা শক্তিশালী নেতৃত্ব চায়। কর্তৃত্ববাদী শাসক এলেও তারা সমর্থন করবে।
রঘুরাম রাজন বলেন, ‘আমি মনে করি, এটা নিয়ে তর্ক করা একদম অর্থহীন। এটি উন্নয়নের একটি পুরোনো মডেলের ওপর ভিত্তি করে করা, যা পণ্য এবং মূলধনের ওপর জোর দেয়। মানুষ এবং বিভিন্ন মতাদর্শের ওপর নয়।’
ভারতের বর্তমান রাজনৈতিক প্রবণতার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, উদারবাদী গণতন্ত্র ও প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মধ্যেই ভারতের ভবিষ্যৎ নিহিত, এগুলো ধ্বংস করার মধ্যে নয়। তিনি বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনায় দেশের যে অবস্থা, তা ইঙ্গিত করে বর্তমান পথ সম্পর্কে আমাদের নতুন করে ভাবা দরকার। বৈশ্বিক অর্থনৈতিক সংকট শুরুর পর থেকেই অন্তত এক দশক ধরে আমাদের যা করা উচিত ছিল, তা আমরা করিনি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা আমাদের তরুণদের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি।’
তবে রাজনীতি ও চলমান ব্যবস্থার নানা সমালোচনা করলেও রঘুররাম রাজন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রশংসা করেন। তাঁর মতে, আরবিআই বেশ ভালো কাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ ভালো অবস্থানে আছে। ফলে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো সংকটে ভারতকে পড়তে হবে না বলে মনে করেন তিনি।
হাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
২৯ মিনিট আগেরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির আলটিমেটাম মানবেন না এবং ইউক্রেনের চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন সম্পূর্ণভাবে দখলে নেওয়ার লক্ষ্যে তিনি অটল রয়েছেন।
৪৪ মিনিট আগেভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি দিয়ে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যহীন বাণিজ্য করছে এবং রাশিয়ার সঙ্গে ব্যবসা করে সেই ব্যবধান আরও বাড়াচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় আমদানি পণ্যে
১ ঘণ্টা আগেসমুদ্রের তলদেশে বিধ্বস্ত টাইটান সাবমেরিন সম্পর্কে দুই বছরব্যাপী এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। আজ মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান ওশানগেট নানা ভয়ভীতি প্রদর্শন ও চালাকি করে সাবমেরিনটির মারাত্মক ত্রুটিপূর্ণ নকশার বিষয়ে নজরদারি এড়াতে সক্ষম
২ ঘণ্টা আগে