কলকাতা প্রতিনিধি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে কংগ্রেসের সাধারণ কর্মী ও নেতাদের মধ্যে নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। কেননা দীর্ঘ ২২ বছর পর সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজয়ের কারণে ইস্তফা দেওয়ায় সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। নেতারা অনুরোধ করলেও এবার গান্ধী পরিবারের কেউই ভোটে দাঁড়াননি।
নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার কথা বলছেন গান্ধী পরিবারের সদস্যরা। দুই প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর দুজনই জয়ের বিষয়ে আশাবাদী। তবে তারা একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে কার্পণ্য করেননি।
রাজধানী দিল্লিতে দলের সদর দপ্তর ছাড়াও গোটা দেশের ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে কংগ্রেস প্রতিনিধিরা ভোট দিতে পারবেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, এরই মধ্যে ভোটারদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। রাহুল গান্ধীসহ কয়েকজন নেতা দক্ষিণ ভারতের ভারত জোড়ো পদযাত্রায় ব্যস্ত থাকায় সেখানেও বিশেষ বুথের বন্দোবস্ত করা হয়েছে। রাহুলের পাশাপাশি তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা ব্যস্ত হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতিতে। সোনিয়া গান্ধী দিল্লিতে থাকলেও তিনি কোনো পক্ষের হয়েই প্রচারে অংশ নেননি। মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর দুজনই বলছেন গান্ধী পরিবার নিরপেক্ষ রয়েছেন।
প্রতিপক্ষ সম্পর্কে শশী থারুর মন্তব্য, ‘মল্লিকার্জুন খাড়গে আমারও নেতা। ভোটে লড়ছি গণতন্ত্রের স্বার্থে।’ মল্লিকার্জুন খাড়গেও শশী থারুর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তবে উভয় নেতার ঘনিষ্ঠজনেরা বেশ সক্রিয়। দুজনই ভারতের ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার চালান।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে কংগ্রেসের সাধারণ কর্মী ও নেতাদের মধ্যে নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। কেননা দীর্ঘ ২২ বছর পর সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজয়ের কারণে ইস্তফা দেওয়ায় সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। নেতারা অনুরোধ করলেও এবার গান্ধী পরিবারের কেউই ভোটে দাঁড়াননি।
নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার কথা বলছেন গান্ধী পরিবারের সদস্যরা। দুই প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর দুজনই জয়ের বিষয়ে আশাবাদী। তবে তারা একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে কার্পণ্য করেননি।
রাজধানী দিল্লিতে দলের সদর দপ্তর ছাড়াও গোটা দেশের ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে কংগ্রেস প্রতিনিধিরা ভোট দিতে পারবেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, এরই মধ্যে ভোটারদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। রাহুল গান্ধীসহ কয়েকজন নেতা দক্ষিণ ভারতের ভারত জোড়ো পদযাত্রায় ব্যস্ত থাকায় সেখানেও বিশেষ বুথের বন্দোবস্ত করা হয়েছে। রাহুলের পাশাপাশি তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা ব্যস্ত হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতিতে। সোনিয়া গান্ধী দিল্লিতে থাকলেও তিনি কোনো পক্ষের হয়েই প্রচারে অংশ নেননি। মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর দুজনই বলছেন গান্ধী পরিবার নিরপেক্ষ রয়েছেন।
প্রতিপক্ষ সম্পর্কে শশী থারুর মন্তব্য, ‘মল্লিকার্জুন খাড়গে আমারও নেতা। ভোটে লড়ছি গণতন্ত্রের স্বার্থে।’ মল্লিকার্জুন খাড়গেও শশী থারুর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তবে উভয় নেতার ঘনিষ্ঠজনেরা বেশ সক্রিয়। দুজনই ভারতের ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার চালান।
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৪ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৪ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে