কলকাতা সংবাদদাতা
আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই-১৫৯ নম্বর ফ্লাইটের। টেক-অফের ঠিক আগে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল হলো ফ্লাইট।
মাত্র কয়েক দিন আগে গত ১২ জুন দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে ঘটনাটি ইতিমধ্যেই ‘কালো দিন’ হিসেবে নথিভুক্ত হয়েছে। সেই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সেখানে এমন দুর্ঘটনার শঙ্কা। এতে চরম হতাশা ও ক্ষোভ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার পর আহমেদাবাদ থেকে লন্ডনের পথে এটিই ছিল প্রথম নির্ধারিত ফ্লাইট। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল। একাধিকবার চেকিংয়ের সময়ই ধরা পড়ে এই ত্রুটিটি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যান্ত্রিক সমস্যা সময়মতো ধরা পড়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যাত্রী হয়রানির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না। এআই-১৫৯-এর পরিবর্তে দ্রুত বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’
তবে যাত্রীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন। একাধিক যাত্রী বলেন, ‘টিকিট আছে, প্ল্যান আছে, কিন্তু এয়ার ইন্ডিয়ার ওপর আর ভরসা নেই।’
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, বিষয়টি নজরে রাখা হয়েছে। ত্রুটির কারণ ও রুটিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই-১৫৯ নম্বর ফ্লাইটের। টেক-অফের ঠিক আগে ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বাতিল হলো ফ্লাইট।
মাত্র কয়েক দিন আগে গত ১২ জুন দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। ভারতের বিমান পরিবহনের ইতিহাসে ঘটনাটি ইতিমধ্যেই ‘কালো দিন’ হিসেবে নথিভুক্ত হয়েছে। সেই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সেখানে এমন দুর্ঘটনার শঙ্কা। এতে চরম হতাশা ও ক্ষোভ যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার পর আহমেদাবাদ থেকে লন্ডনের পথে এটিই ছিল প্রথম নির্ধারিত ফ্লাইট। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল। একাধিকবার চেকিংয়ের সময়ই ধরা পড়ে এই ত্রুটিটি।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের যান্ত্রিক সমস্যা সময়মতো ধরা পড়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যাত্রী হয়রানির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না সংস্থাটি।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নেওয়া হবে না। এআই-১৫৯-এর পরিবর্তে দ্রুত বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।’
তবে যাত্রীরা দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন। একাধিক যাত্রী বলেন, ‘টিকিট আছে, প্ল্যান আছে, কিন্তু এয়ার ইন্ডিয়ার ওপর আর ভরসা নেই।’
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) জানিয়েছে, বিষয়টি নজরে রাখা হয়েছে। ত্রুটির কারণ ও রুটিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
২ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৩ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৩ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৪ ঘণ্টা আগে