Ajker Patrika

বিজেপির নয়া নির্বাচনী প্রচার ‘গরিব কল্যাণ’

কলকাতা প্রতিনিধি
বিজেপির নয়া নির্বাচনী প্রচার ‘গরিব কল্যাণ’

‘গরিব কল্যাণ সম্মেলন’ নামে দেশজুড়ে ব্যাপক প্রচারণায় নেমেছে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই প্রচারে নেমেছেন। সর্বশেষ হিমাচল প্রদেশের সিমলায় ‘গরিব কল্যাণ সম্মেলনে’ ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় মোদি মঙ্গলবার কৃষকদের নগদ প্রণোদনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আসন্ন ২০২৪ সালের সাধারণ নির্বাচন ও মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে সারা ভারতে এই কর্মসূচির আয়োজন করে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি–বিজেপি।

এদিন, ভারতের প্রায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে নগদ ২১ হাজার রুপি করে প্রণোদনা দেওয়া হয়। সিমলার রিজ ময়দানে আয়োজিত এক জনসভা থেকে নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্পের আওতায় ১০ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার রুপি দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নরেন্দ্র মোদি নিজেকে ভারতের সেবক হিসেবে বর্ণনা করে জানান, তিনি প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের সেবক হিসেবে তিনি কাজ করছেন। 

মোদি বলেন, ‘১৩০ কোটি ভারতবাসীর আমিও একজন। দেশের প্রতিটি নাগরিকের মান, সম্মান, মর্যাদা রক্ষা করা আমার কাজ। তাঁদের সুরক্ষা আমার দায়িত্ব।’ 

এদিকে, ভারতজুড়েই আয়োজিত হয়েছে গরিব কল্যাণ সম্মেলন। কলকাতায় আয়োজিত গরিব কল্যাণ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। 

অপরদিকে, বিরোধী দল কংগ্রেসের অভিযোগ—দেশকে দারিদ্র্য আর বেকারত্ব উপহার দিয়েছে মোদী সরকার। ৮ বছরে উন্নয়নের সমস্ত নিরিখে ভারত পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদ্বীপ সিং সুরজেওয়ালা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত