Ajker Patrika

ইসলামভীতির বিকার ভারতে চরম রূপ নিয়েছে, বললেন নোয়াম চমস্কি

আজকের পত্রিকা ডেস্ক
ইসলামভীতির বিকার ভারতে চরম রূপ নিয়েছে, বললেন নোয়াম চমস্কি

ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দার্শনিক নোয়াম চমস্কি। বিখ্যাত এ চিন্তকের মতে, পশ্চিমজুড়েই ‘ইসলামভীতিজনিত বিকার’ দিনে দিনে বাড়ছে। ভারতে এ বিকার চরম ও ভয়াবহ আকার নিয়েছে। সেখানে নরেন্দ্র মোদি সরকার ভারতের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে ধ্বংস করছে। ভারতকে একটি ‘হিন্দু জাতীয়তাবাদী’ রাষ্ট্রে পরিণত করার পথে হাঁটছে তারা।

ভারতে চলমান সাম্প্রদায়িক সংঘাত নিয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসনাল ব্রিফিংয়ে এক ভিডিও বার্তায় নিজের এই মতামত তুলে ধরেন নোয়াম চমস্কি। গত ৯ ফেব্রুয়ারি ‘ওয়ারসেনিং হেইট স্পিচ অ্যান্ড ভায়োলেন্স ইন ইন্ডিয়া’ শীর্ষক এ কংগ্রেসনাল ব্রিফিংয়ের আয়োজক ছিল ১৭টি সংগঠন। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জেনোসাইড ওয়াচ, ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান কনসার্ন, দলিত সলিডারিটি ফোরাম ও হিন্দুজ ফর হিউম্যান রাইটস। এটি ছিল এক মাসের মধ্যে এ ধরনের তৃতীয় আয়োজন। 

উল্লেখ্য, অধ্যাপক নোয়াম চমস্কি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান বুদ্ধিজীবী এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ইমেরিটাস অধ্যাপক। 

ভারতের সংখ্যালঘু নিপীড়নের প্রক্রিয়া সম্পর্কে ৯৩ বছর বয়স্ক ভাষাবিদ নোয়াম চমস্কি বলেন, ‘ভারতে ইসলামভীতি মারাত্মক রূপ নিয়েছে। দেশটিতে বসবাসরত ২৫ কোটি মুসলিম জনগোষ্ঠী একটি নিপীড়িত সংখ্যালঘুতে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘এ দেশে নানা রূপে নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। স্বাধীন চিন্তার বিরুদ্ধে আক্রমণ এবং মূলত মুসলিমদের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থাকে ব্যবহার এর মধ্যে অন্যতম। তবে এখন নিপীড়নের পরিধি সেসব ছাড়িয়ে যাচ্ছে। কাশ্মীরে ভারতের ভয়ানক অপরাধের চেয়ে নিপীড়নের এ ধারা আলাদা; এসব অপরাধের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রধানমন্ত্রী মোদির ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী শাসনাধীনে নিপীড়নের এসব রূপের চরম বাড়বাড়ন্ত হয়েছে।’ 

এ আয়োজনে আরও বক্তব্য দেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন। তিনি বলেন, মোদি সরকারের হিন্দুত্বের প্রসারের উদ্যোগ ভারতীয় সংবিধানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের মৌলিক ভিত্তি ধর্মনিরপেক্ষতা এবং দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের এর জন্য মূল্য দিতে হচ্ছে। আরও ভয়ানক ব্যাপার হলো, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা এবং জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা ক্রমে প্রশ্নের মুখে পড়ছে। 

এ মানবাধিকারকর্মী আরও বলেন, ভারতের যে নিজস্ব পরিচিতি—একটি বৈচিত্র্যপূর্ণ, বহুত্ববাদী জাতিরাষ্ট্র হিসেবে ভারত সম্পর্কে যে প্রতিষ্ঠিত ধারণা—সেটিকে এই অধঃপতিত পরিস্থিতি হুমকির মুখে ফেলেছে। সেই সঙ্গে বিশ্বদরবারে একটি কার্যকর, অধিকারসচেতন গণতন্ত্রের বিষয়ে ভারতের অবস্থানকেও ক্ষতিগ্রস্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত