Ajker Patrika

বহু রাজ্যে ফুরিয়ে গেছে ভ্যাকসিন, দিল্লিতে সৎকারের স্থান সংকট

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৫: ৩৯
Thumbnail image

ঢাকা: ভারতের বিভিন্ন রাজ্যে ফুরিয়ে গেছে কোভিড ভ্যাকসিন। আজ শুক্রবার দেশটির বেশ কয়েকটি রাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ রোগী শনাক্ত হয়েছে। এসময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রকৃত করোনা রোগীর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি।

রয়টার্স বলছে, গত ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত ভারতে প্রায় ৭৭ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগে প্রথম ঢেউয়ের সময় এই পরিমাণ রোগী শনাক্ত হয়েছিল প্রায় ছয় মাসে।

আগামী ১ মে থেকে ভারতে সব প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এর আগেই বিভিন্ন রাজ্য থেকে ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ার খবর এল।

ভারতে ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। সরকার আগস্টের মধ্যে করোনার উচ্চ ঝুঁকিতে থাকার ৩০ কোটি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছিল। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এখন আরো বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে।

ভারতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানই চাহিদা অনুযায়ী ভ্যাকসিন তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সেরাম ইনস্টিটিউট কাঁচামালের স্বল্পতা এবং অগ্নিকাণ্ডের পর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি দেশের চাহিদামতো ভ্যাকসিনই তৈরি করতে পারছে না।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, মুম্বাইয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ সেন্টারগুলো আজ শুক্রবার থেকে তিনদিন বন্ধ থাকবে। দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, ১ মে থেকে প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নেওয়ার কার্যক্রম শুরু হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের কর্মকর্তারা বলছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম ১৫ দিন পর শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে রাজ্যটিতে ভ্যাকসিন পাওয়া যাবে।

এ নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, আমাদের কাছে ভ্যাকসিন এলে যাদের বয়স ১৮-এর বেশি তাঁদের দেওয়া হবে। ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিন পৌঁছলে তাঁরা আগামী সোমবার থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারবেন।

এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে হাসপাতাল শয্যা, অক্সিজেন এবং ওষুধ সংকট ক্রমেই বাড়ছে। হাসপাতালের মর্গেও বেড়ে চলছে মৃতের সংখ্যা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৎকারের জায়গা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দিল্লি পুলিশ। শুধু দিল্লিতে গত একদিনে প্রায় ৪০০ জন মানুষ করোনায় মারা গেছেন।

দিল্লির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভকে বলেন, করোনায় মৃতদের জন্য নির্ধারিত না এমন শ্মশানগুলোতে মৃতদের দাহ করতে হচ্ছে। তাই আমরা পরামর্শ দিচ্ছি, সৎকারের জায়গা যাতে আরও বাড়ানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত