Ajker Patrika

বাঁধ থেকে নির্গত বিষাক্ত ফেনায় প্লাবিত ভারতীয় ফসল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুর এলাকায় থেনপেন্নাই নদীর ওপর নির্মিত হয়েছে কেলাভারপল্লী বাঁধ। এই বাঁধ থেকেই নির্গত পানিতে সৃষ্টি হচ্ছে এক ধরনের বিষাক্ত ফেনা। এই ফেনা থেনপেন্নাই নদী তীরবর্তী কৃষি জমিগুলোকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, ফেনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, থেনপেন্নাই নদীতে এত বিপুল ফেনা সৃষ্টি হয়েছে যে এটি স্থানীয় মানুষের চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন ঘটাচ্ছে।

জানা গেছে, বিগত দিনগুলোতে কর্ণাটকে অবিরাম ভারী বর্ষণ হওয়ায় কেলাভারপল্লী বাঁধ থেকে পানি প্রবাহ বেড়েছে। শিল্পকারখানার বর্জ্য মেশানো ও দূষিত এই পানি যখন বাঁধ থেকে নিচে পড়ছে, তখন প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলোতে এ ধরনের ঘটনা সেখানে প্রায় সময়ই ঘটে।

স্থানীয় মালাই মালারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৮ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর ফলে সৃষ্ট রাসায়নিক ফেনা বিস্তীর্ণ অঞ্চলের ফসল ঢেকে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।

ফেনা বাড়তে থাকায় নদীর সঙ্গে সংযুক্ত কিছু রাস্তাও নিমজ্জিত হয়ে গেছে। ফলে যাত্রীরা ১৫ ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছেন। বিষাক্ত ফেনা থেকে নির্গত দুর্গন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

নারায়ণগঞ্জে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সভাপতি মনোনয়নের প্রজ্ঞাপন স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ