কলকাতা প্রতিনিধি
ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে।
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।
তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’
এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না।
ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে।
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।
তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’
এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না।
গাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৬ মিনিট আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেসব কাগজপত্র ছিল তাঁর কাছে—আধার, ভোটার কার্ড, এমনকি আত্মীয়দের পরিচয়পত্রও। তবু রাজস্থান পুলিশ বিশ্বাস করল না যে সে ভারতীয়। এরপর, এক সকালে চোখ খুলে দেখল, সে আছে অন্য এক দেশে, বাংলাদেশে। আর এখন পশ্চিমবঙ্গ সরকার আমির শেখ নামক ওই তরুণকে দেশে ফিরিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে।
২ ঘণ্টা আগে‘আমার বাবা ডায়বেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। পর্যাপ্ত খাবারের অভাবে প্রায়শই তিনি অজ্ঞান হয়ে পড়েন। একবার তো পড়ে গিয়ে হাত ভেঙেছেন। দুধ-ডিমের মতো পুষ্টিকর খাবার ছাড়া তার সুস্থ হয়ে ওঠার কোনো উপায় নেই। কিন্তু পুষ্টিকর খাবার তো দূর কোনোমতে পেট ভরার মতো খাবারও নেই। বেশির ভাগ দিনই আমরা না খেয়ে থাকছি। মাঝে মাঝ
৩ ঘণ্টা আগে