আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনেও কি বিজেপিই জিতবে, নাকি আসবে নতুন কোনো দল কিংবা জোট? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এদিকে আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
নির্বাচনের জটিল হিসেব-নিকাশ নিয়ে গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন ভারতের নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর।
নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে আগামী মাসের উত্তর প্রদেশের নির্বাচনকে ফাইনালের আগে সেমি-ফাইনাল মানছে রাজনৈতিক দলগুলো। তবে উত্তর প্রদেশের নির্বাচনে যদি বিজেপি জিতেও যায়, তবু আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে হারানো অসম্ভব নয়। প্রশান্ত কিশোর আরও বলেছেন, তিনি এমন একটি বিরোধী দলীয় জোট গড়তে সাহায্য করতে চান, যে জোট আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সক্ষম হবে।
বিজেপিকে আগামী নির্বাচনে হারানো সম্ভব বলে মনে করলেও বর্তমান বিরোধী দল ও নেতাদের নিয়ে সন্তুষ্ট নন প্রশান্ত কিশোর। তার মতে, হিন্দুত্ব, জাতীয়তাবাদ ও কল্যাণের সমন্বয়ে বিজেপি এক ‘দুর্দান্ত ধারা’ চালু করেছে। নির্বাচনে টেক্কা দিতে হলে এর মধ্যে অন্তত দুটিতে এগিয়ে যেতে হবে বিরোধীদের।
ভারতীয় লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে প্রায় ১৯০ আসনে বাড়তি সুবিধা পাবে ক্ষমতাসীন বিজেপি। যে দল বা নেতা বিজেপিকে হারাতে চাইবে, তাদের অবশ্যই ৫-১০ বছরের লক্ষ্য থাকতে হবে। পাঁচ মাসের লক্ষ্য দিয়ে হবে না বলে মনে করেন প্রশান্ত কিশোর।
দেশের স্বার্থেই শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রশান্ত কিশোর বলেন, গণতন্ত্রের স্বার্থেই কংগ্রেসকে দুর্বল হতে দেওয়া যাবে না। বিজেপিকে হারাতে হলে কংগ্রেসের পুনর্গঠন দরকার।
প্রশান্ত কিশোর বলেন, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা, তেলিঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু আর কেরালার কথা ভাবুন। বিজেপি এসব রাজ্যে জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই অঞ্চলের ২০০ লোকসভা আসনের মধ্যে তারা মাত্র ৫০টিতে জিততে পেরেছে। বাকি ৩৫০ আসনে নিজেদের অবস্থান ধরে রাখতে লড়াই করছে তারা। কংগ্রেস বা তৃণমূল বা অন্য কোনো দল কিংবা এই দলগুলোর জোট যদি নিজেদের পুনর্গঠিত এবং যথেষ্ট তহবিল সংগ্রহ করে ওই ২০০ থেকে শ খানেক আসন জেতার চেষ্টা করে, তাহলে বিরোধীরা ২৫০-২৬০ আসন পর্যন্ত পৌঁছাতেও পারে। বিজেপিকে পরাজিত করে উত্তর ও পশ্চিমে আরও ১০০ আসন জেতা সম্ভব।
আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনেও কি বিজেপিই জিতবে, নাকি আসবে নতুন কোনো দল কিংবা জোট? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এদিকে আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
নির্বাচনের জটিল হিসেব-নিকাশ নিয়ে গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন ভারতের নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর।
নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে আগামী মাসের উত্তর প্রদেশের নির্বাচনকে ফাইনালের আগে সেমি-ফাইনাল মানছে রাজনৈতিক দলগুলো। তবে উত্তর প্রদেশের নির্বাচনে যদি বিজেপি জিতেও যায়, তবু আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজেপিকে হারানো অসম্ভব নয়। প্রশান্ত কিশোর আরও বলেছেন, তিনি এমন একটি বিরোধী দলীয় জোট গড়তে সাহায্য করতে চান, যে জোট আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সক্ষম হবে।
বিজেপিকে আগামী নির্বাচনে হারানো সম্ভব বলে মনে করলেও বর্তমান বিরোধী দল ও নেতাদের নিয়ে সন্তুষ্ট নন প্রশান্ত কিশোর। তার মতে, হিন্দুত্ব, জাতীয়তাবাদ ও কল্যাণের সমন্বয়ে বিজেপি এক ‘দুর্দান্ত ধারা’ চালু করেছে। নির্বাচনে টেক্কা দিতে হলে এর মধ্যে অন্তত দুটিতে এগিয়ে যেতে হবে বিরোধীদের।
ভারতীয় লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে প্রায় ১৯০ আসনে বাড়তি সুবিধা পাবে ক্ষমতাসীন বিজেপি। যে দল বা নেতা বিজেপিকে হারাতে চাইবে, তাদের অবশ্যই ৫-১০ বছরের লক্ষ্য থাকতে হবে। পাঁচ মাসের লক্ষ্য দিয়ে হবে না বলে মনে করেন প্রশান্ত কিশোর।
দেশের স্বার্থেই শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রশান্ত কিশোর বলেন, গণতন্ত্রের স্বার্থেই কংগ্রেসকে দুর্বল হতে দেওয়া যাবে না। বিজেপিকে হারাতে হলে কংগ্রেসের পুনর্গঠন দরকার।
প্রশান্ত কিশোর বলেন, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা, তেলিঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু আর কেরালার কথা ভাবুন। বিজেপি এসব রাজ্যে জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই অঞ্চলের ২০০ লোকসভা আসনের মধ্যে তারা মাত্র ৫০টিতে জিততে পেরেছে। বাকি ৩৫০ আসনে নিজেদের অবস্থান ধরে রাখতে লড়াই করছে তারা। কংগ্রেস বা তৃণমূল বা অন্য কোনো দল কিংবা এই দলগুলোর জোট যদি নিজেদের পুনর্গঠিত এবং যথেষ্ট তহবিল সংগ্রহ করে ওই ২০০ থেকে শ খানেক আসন জেতার চেষ্টা করে, তাহলে বিরোধীরা ২৫০-২৬০ আসন পর্যন্ত পৌঁছাতেও পারে। বিজেপিকে পরাজিত করে উত্তর ও পশ্চিমে আরও ১০০ আসন জেতা সম্ভব।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে