Ajker Patrika

কলকাতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ 

কলকাতা প্রতিনিধি
কলকাতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ 

ভারতজুড়ে করোনা মহামারির প্রকোপ কিছুটা কমলেও নতুন করে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক। গতকাল সোমবারই রাজ্যের ৭ হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষা করার পর ৮৪০ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। 

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৫৪১ জন। সবচেয়ে খারাপ অবস্থা দুই চব্বিশ পরগনা জেলায়। এ ছাড়া রাজ্যের রাজধানী কলকাতাসহ হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায়ও ডেঙ্গুর প্রকোপ ভয়বহ আকার ধারণ করেছে। ডেঙ্গু মোকাবিলায় দফায় দফায় প্রশাসনিক বৈঠক করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার পাশাপাশি শুরু করা হয়েছে সচেতনতা অভিযান। 

এদিকে, ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে রাজ্যটিতে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দুর্গা পূজার ছুটি থাকলেও চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতার মেয়র ও রাজ্যের অন্যতম মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘দুর্গাপূজার দিনগুলোতে নিয়মিত সকালে মশা মারার তেল স্প্রে করা হবে। কিছু বিখ্যাত মণ্ডপে বিনা মূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’ রাজ্যের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সিদ্ধার্থ নিয়োগী জানান, জনসচেতনতার লক্ষ্যে প্রতিটি মণ্ডপে লেখা থাকবে, ‘মশারি টাঙান।’ 

অপরদিকে, ভারত কিংবা পশ্চিমবঙ্গে কোথাও এখনো কোভিড পুরোদমে নির্মূল হয়নি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩৪৭ জন কোভিডে সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ১ জন। সারা দেশে ৪ হাজার ১২৯ জন নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এবং ৭ জনের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত