ছাত্রবিক্ষোভে বাংলাদেশে সরকারপতনের রেশ গিয়ে পড়েছে ভারতেও। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেছেন, বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে। গত মঙ্গলবার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদন অনুসারে, ‘শিকওয়া-ই-হিন্দ: দ্য পলিটিক্যাল ফিউচার অব ইন্ডিয়ান মুসলিমস’ শীর্ষক বইটি লিখেছেন শিক্ষাবিদ মুজিবুর রহমান। সেখানে দেওয়া বক্তব্যেই বাংলাদেশের পরিস্থিতির অবতারণা করেন প্রবীণ এই রাজনীতিবিদ। ঢাকার পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা টানেন তিনি।
সালমান খুরশিদ বলেন, ‘কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। এখানে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। আমরা হয়তো বিজয় উদ্যাপন করছি। যদিও কিছু মানুষ বিশ্বাস করে, সেই বিজয় বা ২০২৪ সালের সাফল্য খুব বড় ছিল না। সম্ভবত আরও অনেক কিছু করা দরকার।’
সালমান খুরশিদ বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তা এখানেও ঘটতে পারে। আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ-প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’
এমন মন্তব্য নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই কংগ্রেস নেতা। এ সময় তিনি বলেন, ‘আমার যা বলার তা প্রকাশ্যেই বলি, কখনো গোপনে বলি না।’ বিজেপি নেতারাও সালমান খুরশিদের ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁকে নৈরাজ্যবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন তাঁরা।
সালমান খুরশিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, ‘এটি একটি গুরুতর বিষয়। আমরা যখন প্রতিবেশী দেশে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করছি, তখন প্রধান বিরোধী দল কংগ্রেস ভারতেও একই পরিস্থিতি চায়।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, কংগ্রেস কী এই মন্তব্য সতর্কবার্তা হিসেবে দিল?
ছাত্রবিক্ষোভে বাংলাদেশে সরকারপতনের রেশ গিয়ে পড়েছে ভারতেও। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা সালমান খুরশিদ বলেছেন, বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে। গত মঙ্গলবার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদন অনুসারে, ‘শিকওয়া-ই-হিন্দ: দ্য পলিটিক্যাল ফিউচার অব ইন্ডিয়ান মুসলিমস’ শীর্ষক বইটি লিখেছেন শিক্ষাবিদ মুজিবুর রহমান। সেখানে দেওয়া বক্তব্যেই বাংলাদেশের পরিস্থিতির অবতারণা করেন প্রবীণ এই রাজনীতিবিদ। ঢাকার পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা টানেন তিনি।
সালমান খুরশিদ বলেন, ‘কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। এখানে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। আমরা হয়তো বিজয় উদ্যাপন করছি। যদিও কিছু মানুষ বিশ্বাস করে, সেই বিজয় বা ২০২৪ সালের সাফল্য খুব বড় ছিল না। সম্ভবত আরও অনেক কিছু করা দরকার।’
সালমান খুরশিদ বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তা এখানেও ঘটতে পারে। আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ-প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’
এমন মন্তব্য নিয়ে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এই কংগ্রেস নেতা। এ সময় তিনি বলেন, ‘আমার যা বলার তা প্রকাশ্যেই বলি, কখনো গোপনে বলি না।’ বিজেপি নেতারাও সালমান খুরশিদের ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁকে নৈরাজ্যবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন তাঁরা।
সালমান খুরশিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, ‘এটি একটি গুরুতর বিষয়। আমরা যখন প্রতিবেশী দেশে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করছি, তখন প্রধান বিরোধী দল কংগ্রেস ভারতেও একই পরিস্থিতি চায়।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, কংগ্রেস কী এই মন্তব্য সতর্কবার্তা হিসেবে দিল?
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে