ভারতে সাত দফার লোকসভা নির্বাচনের শেষ ধাপ আজ শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবার নির্বাচন চলাকালে বুথফেরত জরিপের ফল প্রকাশে বাধা ছিল। আজ ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বুথফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত সব সমীক্ষাতেই নরেন্দ্র মোদির তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত মিলছে। সেটি সত্যি হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদিই একটানা তিনবার প্রধানমন্ত্রীর হওয়ার রেকর্ড গড়বেন।
নির্বাচনের শুরু থেকেই প্রচারে ‘৪০০ পার’ স্লোগান দিয়ে এসেছেন মোদি। জরিপের ফলাফল বলছে, সেই মাইলফলক ছোঁয়া সম্ভব হবে কি না, সেটি অনিশ্চিত।
৫৪৩ আসনের লোকসভায় ভোটের আগেই গুজরাট রাজ্যের সুরাটে জিতে গেছে বিজেপি। অধিকাংশ বুথফেরত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, উত্তর ও পশ্চিম ভারতে অবস্থান ধরে রাখবে বিজেপি। দক্ষিণ ভারতেও এবার ভালো করতে পারে।
অবশ্য এক বছর আগে জেতা কর্ণাটক এবং ছয় মাস আগে জেতা তেলেঙ্গানায় জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হতে পারে ক্ষমতাসীনেরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম বামশাসিত কেরালায় বিজেপি আসন জিততে পারে। তামিলনাড়ুতে দুই বৃহৎ দ্রাবিড় দল ডিএমকে এবং এডিএমকের সাহায্য ছাড়াই ছিনিয়ে নিতে পারে একাধিক আসন।
উত্তর ভারতের রাজ্য পাঞ্জাব প্রদেশে প্রথমবার লোকসভা ভোটে একা লড়তে নেমেছে বিজেপি। তাতেও চমক দিতে পারে বলে জরিপগুলোতে ইঙ্গিত রয়েছে।
তবে এবিপি নিউজ-সি ভোটার, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে বিজেপি নেতৃত্বাধীন জোটের ৪০০ আসনে জেতার পূর্বাভাস দেওয়া হয়নি। যদিও নিউজ় ২৪-টুডেজ় চাণক্যের বুথফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন জোটকে ‘৪০০ পার’ করে দেওয়া হয়েছে।
এবিপি নিউজ-সি ভোটারের পূর্বাভাস, এনডিএ ৩৫৩–৩৮৩, ‘ইন্ডিয়া’ ১৫২–১৮২ এবং অন্যেরা ৪–১২টি আসনে জিততে পারে। নিউজ় ২৪-টুডেজ় চাণক্যের মতে, এনডিএ ৪০০, ‘ইন্ডিয়া’ ১০৭ এবং অন্য়দের ৩৬টি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একাই ৩৩৫টিতে জিততে পারে বিজেপি। আর কংগ্রেস জিততে পারে ৫০টিতে।
অবশ্য বুথফেরত জরিপের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় না। কারণ, ভারতের ইতিহাসে বুথফেরত সমীক্ষার অনেক ইঙ্গিতই মেলেনি। এই সমীক্ষা সম্পূর্ণ ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। এ ধরনের জরিপের ক্ষেত্রে পক্ষপাতের সম্ভাবনা প্রবল।
তবে বুথফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। এ ধরনের জরিপে অন্তত ভোটারদের মন বোঝার ক্ষেত্রে ধারণা পাওয়া যেতে পারে।
২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের সব বুথফেরত সমীক্ষাই এনডিএ জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিল। এবারও সে কথাই বলছে। তবে গত এক দশকে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা তলানিতে নেমে যাওয়ায় সমীক্ষা সংশয় থেকেই যাচ্ছে।
ভারতে সাত দফার লোকসভা নির্বাচনের শেষ ধাপ আজ শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবার নির্বাচন চলাকালে বুথফেরত জরিপের ফল প্রকাশে বাধা ছিল। আজ ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বুথফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত সব সমীক্ষাতেই নরেন্দ্র মোদির তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত মিলছে। সেটি সত্যি হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদিই একটানা তিনবার প্রধানমন্ত্রীর হওয়ার রেকর্ড গড়বেন।
নির্বাচনের শুরু থেকেই প্রচারে ‘৪০০ পার’ স্লোগান দিয়ে এসেছেন মোদি। জরিপের ফলাফল বলছে, সেই মাইলফলক ছোঁয়া সম্ভব হবে কি না, সেটি অনিশ্চিত।
৫৪৩ আসনের লোকসভায় ভোটের আগেই গুজরাট রাজ্যের সুরাটে জিতে গেছে বিজেপি। অধিকাংশ বুথফেরত জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে, উত্তর ও পশ্চিম ভারতে অবস্থান ধরে রাখবে বিজেপি। দক্ষিণ ভারতেও এবার ভালো করতে পারে।
অবশ্য এক বছর আগে জেতা কর্ণাটক এবং ছয় মাস আগে জেতা তেলেঙ্গানায় জনসমর্থন ধরে রাখতে ব্যর্থ হতে পারে ক্ষমতাসীনেরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম বামশাসিত কেরালায় বিজেপি আসন জিততে পারে। তামিলনাড়ুতে দুই বৃহৎ দ্রাবিড় দল ডিএমকে এবং এডিএমকের সাহায্য ছাড়াই ছিনিয়ে নিতে পারে একাধিক আসন।
উত্তর ভারতের রাজ্য পাঞ্জাব প্রদেশে প্রথমবার লোকসভা ভোটে একা লড়তে নেমেছে বিজেপি। তাতেও চমক দিতে পারে বলে জরিপগুলোতে ইঙ্গিত রয়েছে।
তবে এবিপি নিউজ-সি ভোটার, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে বিজেপি নেতৃত্বাধীন জোটের ৪০০ আসনে জেতার পূর্বাভাস দেওয়া হয়নি। যদিও নিউজ় ২৪-টুডেজ় চাণক্যের বুথফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন জোটকে ‘৪০০ পার’ করে দেওয়া হয়েছে।
এবিপি নিউজ-সি ভোটারের পূর্বাভাস, এনডিএ ৩৫৩–৩৮৩, ‘ইন্ডিয়া’ ১৫২–১৮২ এবং অন্যেরা ৪–১২টি আসনে জিততে পারে। নিউজ় ২৪-টুডেজ় চাণক্যের মতে, এনডিএ ৪০০, ‘ইন্ডিয়া’ ১০৭ এবং অন্য়দের ৩৬টি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একাই ৩৩৫টিতে জিততে পারে বিজেপি। আর কংগ্রেস জিততে পারে ৫০টিতে।
অবশ্য বুথফেরত জরিপের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় না। কারণ, ভারতের ইতিহাসে বুথফেরত সমীক্ষার অনেক ইঙ্গিতই মেলেনি। এই সমীক্ষা সম্পূর্ণ ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। এ ধরনের জরিপের ক্ষেত্রে পক্ষপাতের সম্ভাবনা প্রবল।
তবে বুথফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। এ ধরনের জরিপে অন্তত ভোটারদের মন বোঝার ক্ষেত্রে ধারণা পাওয়া যেতে পারে।
২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের সব বুথফেরত সমীক্ষাই এনডিএ জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিল। এবারও সে কথাই বলছে। তবে গত এক দশকে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা তলানিতে নেমে যাওয়ায় সমীক্ষা সংশয় থেকেই যাচ্ছে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে