Ajker Patrika

জামিন পেলেন মুখ্যমন্ত্রীকে চড় দিতে চেয়ে গ্রেপ্তার হওয়া সেই কেন্দ্রীয় মন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০২: ৫১
জামিন পেলেন মুখ্যমন্ত্রীকে চড় দিতে চেয়ে গ্রেপ্তার হওয়া সেই কেন্দ্রীয় মন্ত্রী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চড় দিতে চেয়ে গ্রেপ্তার হওয়া ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে জামিন পেয়েছেন। স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এবং সঠিকভাবে নোটিশ দিয়ে না রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে তাঁকে গ্রেপ্তার করায় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে মঙ্গলবার দিবাগত রাতে জামিন দেন মুম্বাইয়ের আদালত। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে যখন রাতের খাবার খাচ্ছিলেন তখন তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে রানে বম্বে হাইকোর্টে জরুরি ভিত্তিতে তাঁর জামিন শুনানির আবেদন করেছিলেন। তাঁর ঘরের দুয়ারে পুলিশ গিয়ে বসে আছে উল্লেখ করে নিরাপত্তার খাতিরে জামিন শুনানি করতে আরজি জানিয়েছিলেন তিনি। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। 

বিজেপি নেতা নারায়ণ রানে গত জুলাইয়ে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যোগ দেন। তিনি পেয়েছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বিষয়ক মন্ত্রণালয়। আর আজকের ঘটনার মাধ্যমে ভারতে গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী এই প্রথম গ্রেপ্তার হওয়ার রেকর্ড ভাঙল। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের দল শিব সেনা নারায়ণ রানের বিরুদ্ধে মামলা করে গতকাল সোমবার। গতকাল দেশ ব্যাপী ‘জান আশীর্বাদ যাত্রা’ আয়োজন করেছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে নারায়ণ রানে দাবি করে বসেন, কোনো এক বক্তৃতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাকি ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে গিয়েছিলেন। বক্তৃতার মাঝখানে থেমে তিনি নাকি তাঁর সহচরদের কাছে সহায়তা চেয়েছিলেন। 

তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ভুলে যান এর চেয়ে লজ্জার আর কী আছে! বক্তৃতার মাঝখানে তিনি স্বাধীনতার বছর গোনার জন্য সহায়তা চান। আমি সেখানে থাকলে তাকে কষে একটা চড় বসিয়ে দিতাম। 

এই মন্তব্যের পর ক্ষেপে যায় শিব সেনার নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে জামিন অযোগ্য মামলা করা হয়। শিব সেনার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। নারায়ণ রানের বাড়ির সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখায়। এমনকি নাসিকে বিজেপির একাধিক কার্যালয়ে হামলারও চেষ্টা হয় বলে জানা যায়। 

এদিকে নারায়ণ রানে অভিযোগ করেছেন, সংবাদমাধ্যমগুলো তাঁর বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে। সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আমি কোনো অপরাধ করিনি। আপনারা টেলিভিশন বা অন্যান্য মাধ্যমে আমার বক্তব্য যাচাই করে দেখুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে আমি মামলা করবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত