কলকাতা প্রতিনিধি
নাগরিকদের দরজার সামনে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি এলাকায় ‘দুয়ারের সরকার’ প্রকল্পের কার্যক্রম চালিয়ে নিতে স্থাপন করা হবে অস্থায়ী প্রশাসনিক শিবির।
এসব অস্থায়ী শিবিরে—নাগরিকদের বিভিন্ন আবেদন গ্রহণ করা হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা থেকে শুরু করে সরকারি সব পরিষেবার নাম নথিভুক্ত করা যাবে এসব শিবির থেকেই। এখন থেকে বিদ্যুৎ সংযোগ ও খাস জমি ব্যবহারকারীরা জমির পাট্টার জন্যও ‘দুয়ারে সরকারে’ আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে সামনেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচনের কথা মাথায় রেখেই জনসংযোগ বাড়াতে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে ‘দুয়ারে সরকার’ চালু করছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন, ‘দুয়ারে সরকার করার পরিবর্তে শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূল নেতারা জানিয়ে দিক তাঁদের দলের কোন নেতা কত টাকা চুরি করেছেন।’ তাঁর অভিযোগ, তৃণমূল দলটাই দুর্নীতিতে নিমজ্জিত। বিজেপির নেতার এমন কটাক্ষের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিজেপির পশ্চিমবঙ্গে কোনো জনভিত্তি নেই। এখানকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদের কথার কোনো গুরুত্ব নেই।’
এদিকে, রাজ্য বিজেপির সহসভাপতি সায়ন্তন ঘোষের বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা একটি চিঠি প্রকাশ্যে চলে আসায় বিজেপিতে অস্বস্তি শুরু হয়েছে। চিঠিতে সায়ন্তন অভিযোগ করেছেন, তৃণমূলের নেতাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে বিজেপির কিছু নেতা দলে টানার চেষ্টা করছেন। তাঁর চিঠি ফাঁসের পরপরই এই বিষয়ে তদন্ত দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
নাগরিকদের দরজার সামনে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আগামী ১ নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি এলাকায় ‘দুয়ারের সরকার’ প্রকল্পের কার্যক্রম চালিয়ে নিতে স্থাপন করা হবে অস্থায়ী প্রশাসনিক শিবির।
এসব অস্থায়ী শিবিরে—নাগরিকদের বিভিন্ন আবেদন গ্রহণ করা হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, বার্ধক্য ভাতা থেকে শুরু করে সরকারি সব পরিষেবার নাম নথিভুক্ত করা যাবে এসব শিবির থেকেই। এখন থেকে বিদ্যুৎ সংযোগ ও খাস জমি ব্যবহারকারীরা জমির পাট্টার জন্যও ‘দুয়ারে সরকারে’ আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে সামনেই স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের নির্বাচন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচনের কথা মাথায় রেখেই জনসংযোগ বাড়াতে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে ‘দুয়ারে সরকার’ চালু করছেন।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রকল্পকে কটাক্ষ করে বলেছেন, ‘দুয়ারে সরকার করার পরিবর্তে শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূল নেতারা জানিয়ে দিক তাঁদের দলের কোন নেতা কত টাকা চুরি করেছেন।’ তাঁর অভিযোগ, তৃণমূল দলটাই দুর্নীতিতে নিমজ্জিত। বিজেপির নেতার এমন কটাক্ষের জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিজেপির পশ্চিমবঙ্গে কোনো জনভিত্তি নেই। এখানকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদের কথার কোনো গুরুত্ব নেই।’
এদিকে, রাজ্য বিজেপির সহসভাপতি সায়ন্তন ঘোষের বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা একটি চিঠি প্রকাশ্যে চলে আসায় বিজেপিতে অস্বস্তি শুরু হয়েছে। চিঠিতে সায়ন্তন অভিযোগ করেছেন, তৃণমূলের নেতাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়ে বিজেপির কিছু নেতা দলে টানার চেষ্টা করছেন। তাঁর চিঠি ফাঁসের পরপরই এই বিষয়ে তদন্ত দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।
চার দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অবসানে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি
২ মিনিট আগেগাজার নির্দিষ্ট কিছু অংশে দৈনিক ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখা ও নতুন ত্রাণ করিডর খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সময়ে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশপথে ত্রাণ বিতরণ শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ ঘোষণা দিয়েছে।
১২ মিনিট আগেএশিয়ার ধনকুবেরদের উত্থান-পতনের এক চমকপ্রদ প্রতিচ্ছবি ফুটে উঠছে প্রাইভেট জেটের বাজারে। এক সময় যেখানকার আকাশ দাপিয়ে বেড়াতেন চীনের ধনীরা, এখন সেই স্থান দখল করছেন উদীয়মান ভারতীয়রা। ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে—সম্প্রতি চীনে প্রাইভেট জেটের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে, আর এই বাজারে ভারত চমকপ্রদ গতিতে
১ ঘণ্টা আগেপ্রকল্পের অধীনে নারীদের পরিবর্তে প্রায় ১৪ হাজারের বেশি পুরুষ প্রতারণামূলকভাবে এই আর্থিক সুবিধা নিয়েছেন। এতে রাজ্যের কোষাগারের প্রায় ১ হাজার ৬৪০ কোটি রুপির ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে