Ajker Patrika

ভারতে নিজ বাড়ি থেকে ফ্যাশন ডিজাইনারের মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০২২, ১০: ৫৮
ভারতে নিজ বাড়ি থেকে ফ্যাশন ডিজাইনারের মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে ভারতের তারকা ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

‘প্রত্যুষা গারিমেলা’ নামে একটি ফ্যাশন স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বানজারা হিলসে প্রতিষ্ঠিত তাঁর ওই ফ্যাশন স্টুডিওতে টালিউড, বলিউড এবং বিভিন্ন সেক্টরের জনপ্রিয় ব্যক্তিরা সেবা নিতেন। 

বানজারা হিলস পুলিশের সার্কেল পরিদর্শক জানিয়েছেন, তাঁর মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। 

পুলিশ প্রত্যুষার শোবার ঘর থেকে কার্বন মনো-অক্সাইডের একটি সিলিন্ডার জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি রহস্যজনক মৃত্যুর মামলা হয়েছে। তারা এ ব্যাপারে আরও তদন্ত করবে।

গত বছর প্রত্যুষা ফ্যাশনে ক্যারিয়ার গড়ার আগে যুক্তরাজ্য থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর বাবার এলইডি উৎপাদনকারী প্রতিষ্ঠানে যোগ দেন। পরে ফ্যাশনে ক্যারিয়ার শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত