Ajker Patrika

বাংলাদেশি স্ত্রী, শ্বশুর–শাশুড়িসহ ভারতে এক পাকিস্তানি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১৪
বাংলাদেশি স্ত্রী, শ্বশুর–শাশুড়িসহ ভারতে এক পাকিস্তানি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় পুলিশ এক পাকিস্তানি নাগরিক, তাঁর বাংলাদেশি স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর আনেকাল শহরের জিগানি এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট থেকে রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজন গত ১০ বছর ধরে ভারতে বসবাস করছেন এবং গত বছর তাঁরা বেঙ্গালুরুর জিগানি এলাকাটিতে এসেছিলেন। গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক সেখানে একটি রেস্তোরাঁ চালাতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানি ওই নাগরিকের স্ত্রী বাংলাদেশের নাগরিক। এর আগে তাঁরা ঢাকায় ছিলেন। সেখানেই তাঁদের বিয়ে হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দম্পতি ২০১৪ সালে ভারতের দিল্লিতে পৌঁছান। পরে ২০১৮ সালে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হন। গ্রেপ্তার হওয়া অন্য দুজন বাংলাদেশি নারীর বাবা-মা। গতকাল রোববার জিগানি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

এই গ্রেপ্তারের বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের জিগানি ইন্সপেক্টর এই বিষয়টি তদন্ত করে একটি মামলা করেছেন। একটি পরিবারের চারজন লোক জাল নথির সাহায্যে এখানে অবৈধভাবে বসবাস করছিল। মামলা দায়েরের পর সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ফলাফলের ভিত্তিতে আমরা আরও ব্যবস্থা নেব।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করছিল বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। পুলিশ গ্রেপ্তার হওয়া পাকিস্তানিকে তাঁর নেটওয়ার্ক এবং কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের সম্পর্কে বিশদ বিবরণ সংগ্রহ করেছি এবং মামলাটি তদন্ত করছি। তারা একটি গ্যারেজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করছিল। এই বিষয়টিও তদন্ত করা দরকার।’

গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে কিছু জব্দ করা হয়েছে কি-না জিজ্ঞেস করা হলে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটিও তদন্তের অংশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত