ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। প্রথম বিয়ে বার্ষিকী উপলক্ষে ওই রাইফেলটি স্ত্রীকে দিয়েছিলেন তিনি।
বুধবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার রিয়াজুল হক তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাবিনা একটি একে-৪৭ রাইফেল ধরে আছেন।
পরবর্তীতে ওই পোস্টের মধ্য দিয়ে তালেবান শাসনের প্রচারণা চলছে বলে দাবি করেন বিজেপি ও সিপিএম-এর স্থানীয় নেতারা। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন রিয়াজুল। তিনি দাবি করেন, স্ত্রীর হাতে যে রাইফেলটি ছিল তা সত্যিকারের নয়, এটি একটি খেলনা।
তিনি বলেন, ‘যেহেতু আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল সেহেতু অবৈধ কিছু ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’
তৃণমূল নেতা ও রাজ্য সংসদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল জানান, স্ত্রীর হাতের খেলনাটিকে অনেকে আসল ভাবতে শুরু করায় তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রমতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের একাংশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন রিয়াজুল। কয়েক মাস আগেই ওই পদ থেকে তিনি পদত্যাগ করেন।
এদিকে রিয়াজুল ওই অস্ত্রটি কোথায় পেয়েছেন তার ব্যাখ্যা দাবি করেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘রিয়াজুল কোনো জায়গা থেকে অস্ত্রটি পেয়েছেন সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। আমি ফেসবুকে তাঁর পোস্ট দেখেছি। সে তৃণমূলের একজন সাবেক নেতা এবং ডেপুটি স্পিকারের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর এমন পদক্ষেপ কীসের বার্তা দেয়? এটা কে তালেবান শাসনের কোনো প্রচারণা? তাঁরা কে পরবর্তী প্রজন্মকে জিহাদি হওয়ার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে?’
বিষয়টি নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিয়েছেন বীরভূমের সিপিএম নেতা সঞ্জীব মল্লিক।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। প্রথম বিয়ে বার্ষিকী উপলক্ষে ওই রাইফেলটি স্ত্রীকে দিয়েছিলেন তিনি।
বুধবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার রিয়াজুল হক তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাবিনা একটি একে-৪৭ রাইফেল ধরে আছেন।
পরবর্তীতে ওই পোস্টের মধ্য দিয়ে তালেবান শাসনের প্রচারণা চলছে বলে দাবি করেন বিজেপি ও সিপিএম-এর স্থানীয় নেতারা। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন রিয়াজুল। তিনি দাবি করেন, স্ত্রীর হাতে যে রাইফেলটি ছিল তা সত্যিকারের নয়, এটি একটি খেলনা।
তিনি বলেন, ‘যেহেতু আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল সেহেতু অবৈধ কিছু ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’
তৃণমূল নেতা ও রাজ্য সংসদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল জানান, স্ত্রীর হাতের খেলনাটিকে অনেকে আসল ভাবতে শুরু করায় তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রমতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের একাংশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন রিয়াজুল। কয়েক মাস আগেই ওই পদ থেকে তিনি পদত্যাগ করেন।
এদিকে রিয়াজুল ওই অস্ত্রটি কোথায় পেয়েছেন তার ব্যাখ্যা দাবি করেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘রিয়াজুল কোনো জায়গা থেকে অস্ত্রটি পেয়েছেন সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। আমি ফেসবুকে তাঁর পোস্ট দেখেছি। সে তৃণমূলের একজন সাবেক নেতা এবং ডেপুটি স্পিকারের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর এমন পদক্ষেপ কীসের বার্তা দেয়? এটা কে তালেবান শাসনের কোনো প্রচারণা? তাঁরা কে পরবর্তী প্রজন্মকে জিহাদি হওয়ার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে?’
বিষয়টি নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিয়েছেন বীরভূমের সিপিএম নেতা সঞ্জীব মল্লিক।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে