অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। প্রথম বিয়ে বার্ষিকী উপলক্ষে ওই রাইফেলটি স্ত্রীকে দিয়েছিলেন তিনি।
বুধবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার রিয়াজুল হক তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাবিনা একটি একে-৪৭ রাইফেল ধরে আছেন।
পরবর্তীতে ওই পোস্টের মধ্য দিয়ে তালেবান শাসনের প্রচারণা চলছে বলে দাবি করেন বিজেপি ও সিপিএম-এর স্থানীয় নেতারা। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন রিয়াজুল। তিনি দাবি করেন, স্ত্রীর হাতে যে রাইফেলটি ছিল তা সত্যিকারের নয়, এটি একটি খেলনা।
তিনি বলেন, ‘যেহেতু আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল সেহেতু অবৈধ কিছু ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’
তৃণমূল নেতা ও রাজ্য সংসদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল জানান, স্ত্রীর হাতের খেলনাটিকে অনেকে আসল ভাবতে শুরু করায় তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রমতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের একাংশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন রিয়াজুল। কয়েক মাস আগেই ওই পদ থেকে তিনি পদত্যাগ করেন।
এদিকে রিয়াজুল ওই অস্ত্রটি কোথায় পেয়েছেন তার ব্যাখ্যা দাবি করেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘রিয়াজুল কোনো জায়গা থেকে অস্ত্রটি পেয়েছেন সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। আমি ফেসবুকে তাঁর পোস্ট দেখেছি। সে তৃণমূলের একজন সাবেক নেতা এবং ডেপুটি স্পিকারের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর এমন পদক্ষেপ কীসের বার্তা দেয়? এটা কে তালেবান শাসনের কোনো প্রচারণা? তাঁরা কে পরবর্তী প্রজন্মকে জিহাদি হওয়ার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে?’
বিষয়টি নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিয়েছেন বীরভূমের সিপিএম নেতা সঞ্জীব মল্লিক।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা রিয়াজুল হক স্ত্রীকে একে-৪৭ রাইফেল উপহার দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। প্রথম বিয়ে বার্ষিকী উপলক্ষে ওই রাইফেলটি স্ত্রীকে দিয়েছিলেন তিনি।
বুধবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার রিয়াজুল হক তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সাবিনা একটি একে-৪৭ রাইফেল ধরে আছেন।
পরবর্তীতে ওই পোস্টের মধ্য দিয়ে তালেবান শাসনের প্রচারণা চলছে বলে দাবি করেন বিজেপি ও সিপিএম-এর স্থানীয় নেতারা। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবিটি সরিয়ে নেন রিয়াজুল। তিনি দাবি করেন, স্ত্রীর হাতে যে রাইফেলটি ছিল তা সত্যিকারের নয়, এটি একটি খেলনা।
তিনি বলেন, ‘যেহেতু আমার স্ত্রীর হাতে একটি খেলনা বন্দুক ছিল সেহেতু অবৈধ কিছু ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’
তৃণমূল নেতা ও রাজ্য সংসদের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল জানান, স্ত্রীর হাতের খেলনাটিকে অনেকে আসল ভাবতে শুরু করায় তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রমতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের একাংশে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন রিয়াজুল। কয়েক মাস আগেই ওই পদ থেকে তিনি পদত্যাগ করেন।
এদিকে রিয়াজুল ওই অস্ত্রটি কোথায় পেয়েছেন তার ব্যাখ্যা দাবি করেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘রিয়াজুল কোনো জায়গা থেকে অস্ত্রটি পেয়েছেন সে বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। আমি ফেসবুকে তাঁর পোস্ট দেখেছি। সে তৃণমূলের একজন সাবেক নেতা এবং ডেপুটি স্পিকারের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর এমন পদক্ষেপ কীসের বার্তা দেয়? এটা কে তালেবান শাসনের কোনো প্রচারণা? তাঁরা কে পরবর্তী প্রজন্মকে জিহাদি হওয়ার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে?’
বিষয়টি নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকেও খোঁচা দিয়েছেন বীরভূমের সিপিএম নেতা সঞ্জীব মল্লিক।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে